নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ সিনেমা West Side Story রিভিউ।

০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২২



কেউ আছেন যিনি Steven Spielberg এর নাম শুনেননাই? অন্টত যারা সিনেমা দেখেন তাদের মধ্যে কি কাউকে পাওয়া যাবে যিনি তার কোনো সিনেমা দেখেন নাই? আমারতো মনে হয় না!! Steven Spielberg এর সিনেমা কেমন হবে তা আর ভাবা লাগেনা, কখন দেখবো সেটাই মাথার মধ্যে কাজ করে সারাক্ষণ।

West Side Story সিনেমাটি এই বছরের অস্কারে সেরা ছবি ক্যাটাগরিতে নমিনেমেট হয়েছিল। যদিও সেরা ছবি পুরষ্কার জিততে পারে নাই তবে এই সিনেমাটি যারা দেখেছেন তারা এক কথায় বলবে যে এটি একটি চমৎকার সিনেমা। এই সিনেমাটি মূলত একটি musical romantic drama সিনেমা। সিনেমায় অভিনয় করেছে Ansel Elgort, Rachel Zegler, Ariana DeBose ও David Alvarez সহ প্রমুখ। Rachel Zegler-এর এটি প্রথম সিনেমা আর Ariana DeBose জিতেছিল Best Supporting Actress পুরষ্কার পেয়েছিল Academy Award-এ।



সিনেমাটি মূলত ৫০ দশকের নিউ ইয়র্ক শহরের দুই গ্যাংদলকে ঘিরে। তাদের মধ্যে সবসময়ই রেষারেষি, মারামারি লেগে থাকে। সাদা চামড়ার গ্যাং-এর নাম হলো Jet যারা সবসময়ই সংঘর্ষে লেগে থাকে Sharks নামের একটি গ্যাং-এর সাথে যাদের মেম্বাররা হলো মূলত Puerto Rica থেকে আগত। Jet দলের এক সদস্য Sharks দলের লীডারের বোনের প্রেমে পড়ে যায়। এরপরই শুরু হয় সব ঝামেলা এবং শেষে খুব করুন পরিণতি। বলা যেতে পারে ব্যাপারটা অনেকটা রোমিও এন্ড জুলেয়েটের মতো।

আমার বেশ ভালো লেগেছে সিনেমাটি। ১৫৬ মিনিটের সিনেমাটি কাউকে নিরাশ করবেনা। আপনাদের ভালই লাগবে। আমি ৯.৫/১০ দেব।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২২ রাত ৮:১০

জ্যাকেল বলেছেন: মারদাঙ্গা দক্ষিণা সিনেমার মত না তো আবার? যদি হয় তাইলে আমি নাই।

০৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৮

রিনকু১৯৭৭ বলেছেন: না ভাই। ভালো সিনেমা, দেখতে পারেন।

২| ০৫ ই মে, ২০২২ রাত ৮:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এই এই ছবিটা আমি ছোটকালেই দেখেছি।
মনে আছে অনেকটা ভারতীয় সিনেমার মতো প্রচুর নাচ-গান সমৃদ্ধ ছবি। এটা যে স্পিলবার্গের মুভি ছিল এই প্রথম জানলাম।
পুরনো দেখা একটি ছবির কথা মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

০৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৭

রিনকু১৯৭৭ বলেছেন: এই নামে ১৯৬১ সালের একটি ছবি আছে আপনি হয়তো সেটার কথা বলছেন। সেই সিনেমার রিমেক হয়েছে স্পিলবার্গের ২০২১ সালের সিনেমাটি।

৩| ০৫ ই মে, ২০২২ রাত ১১:৩৫

বিজন রয় বলেছেন: আপনি এত সিনেমা দেখার সময় পান কখন?

০৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৫

রিনকু১৯৭৭ বলেছেন: সিনেমা পাগল তাই সিনেমা দেখার সময় বের করে নেই শত ব্যস্ততার মাঝেও।

৪| ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন: মনে হচ্ছে অনেক সুন্দর একটা ভালোবাসার সিনেমা হবে এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.