নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Resident Evil: Welcome to Raccoon City সিনেমা রিভিউ। এটা কি সিনেমা দেখলাম?

০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৯



মাঝেমধ্যে মনে হয় কিছু কিছু লোকের একদমই টাকার অভাব নাই, মন চাইলো যেনতেন সিনেমা প্রযোজনা করবো, যতই টাকা লাগুক সেটা ব্যাপার না আর তাই তারা যা খুশী তাই সিনেমা বানাতে পারে। Resident Evil: Welcome to Raccoon City হলো সেরকমই একটা সিনেমা। আমি বেশ আশা নিয়ে দেখিছিলাম কারণ এই সিনেমার আগের পর্বগুলো কিন্তু সেরকম দেখার মতো ছিল। ২০০২ সালে যখন Resident Evil রিলিজড হয়েছিল ঐ সেময় সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। আর সাড়া ফেলার জন্য যার অবদান ছিল সবচেয়ে বেশী সে হলো সিনেমার মূল অভিনেত্রী Milla Jovovich। তার দূর্দান্ত এ্যাকশনের জন্য সে যথেষ্ট সুনাম কুড়িয়েছিল। এরপর Resident Evil সিনেমার পরবর্তী পর্বগুলো যেমন: Apocalypse (2004), Extinction (2007), Afterlife (2010), Retribution (2012), এবং The Final Chapter (2016) এসব সব সিনেমায় Milla Jovovich অভিনয় করে সাড়া ফেলেছিলেন।



আমি মনে করি Resident Evil: Welcome to Raccoon City-তেও তার অভিনয় করা উচিত ছিল। এই সিনেমায় যারা অভিনয় করেছে তাদের কারোর উল্লেখযোগ্য কোনো সিনেমা আমি আগে দেখিনি। আর গল্প এতোটাই সাধারণমানের যে মনে হয়নি এটি হলিউডের কোনো সিনেমা। অভিনেতাদের মধ্যেও এ্যাক্সপ্রেশন কম ছিল। ডিরেক্টর চাইলে আরো বেশী সাসপেন্স আনতে পারতেন সিনেমাটিতে।

যাই হোক আবারো বলি যে টাকা থাকলেই সিনেমা বানাবো এবং যেনতেন সিনেমা বানাবো এই চিন্তা বাদ দেওয়া উচিত। টাকা যখন উড়াবেই তাহলে দেখার মতো সিনেমা বানানই ভালো। আমি দেব ৫/১০।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১২

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:


দেখার মতো ছবি বানাতে কত লাগে?

২| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: এই সিনেমাটা দেখবো দেখবো করেও দেখা হচ্ছে না । আপনার পোস্ট পড়ে তো দেখার আগ্রহ চলে গেল ।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৫৫

রিনকু১৯৭৭ বলেছেন: দেখেন না, সময় নষ্ট হবে।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৯

শায়মা বলেছেন: হাহা মনে হয় তারা বানানোর সময় ভাবে অনেক ভালো হবে।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৮

বিটপি বলেছেন: রেসিডেন্ট এভিল সিরিজ জনপ্রিয় হয়েছে মূলত লেডি এ্যাকশন ধাঁচের জন্য। মিলা, আলি, বিংবিং এবং মিশেলেরা তাদের সেরা এ্যাকশন দেখিয়েছে এসব সিনেমায়। নারী ফিগার দিয়েও যে দুর্দান্ত এ্যাকশন মুভি বানানো যায়, তার প্রমাণ এই সিরিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.