নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

নরওয়ের সিনেমা The Wave দেখা হলো।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:১১



২০১৫ সালের সিনেমা The Wave দেখলাম এ্যামাজন প্রাইমে। নরওয়েজিয়ান সিনেমার পরিচালক Roar Uthaug। ২০১৫ সালে নরওয়ের সবচেয়ে বানিজ্যিক সফল সিনেমার মধ্যে এটি ছিল প্রথমে। চমৎকারভাবে পরিচালক সিনেমার গল্প তুলে ধরতে সক্ষম হয়েছিল। সিনেমার কোনো অভিনেতাকে আমি চিনিনা, তাদের আগের কোনো সিনেমাও আমি দেখিনি তবে তাদের অভিনয় ছিল দেখার মতো।

এটি মূলত একটি disaster film। সাধারণত এই ধরনের ছবিগুলোর গল্প ঘুরেফিরে একই ধরনের হয়। হয় কোনো বন্যা হয়, বা হয় সুনামি বা ভুমিকম্প, ঘূর্নিঝড় হয় আর সেসব ঘটনা ঘটার পর কিভাবে সিনেমার মুল চরিত্রগুলো বেঁচে থাকে বা লড়াই করার জন্য বেঁচে থাকে সেগুলোই সিনেমায় দেখানো হয়।

একটি পরিবারের চারজন সদস্য হলো সিনেমার মূল চরিত্র। বাবা, মা ও তাদের বড় ছেলে ও ছোট মেয়ে। সুখের সংসার। বাবা একজন জিওলজিস্ট। নরওয়ের বিভিন্ন পাহাড় পর্বতের গতিবিধি, ধরন নিয়ে গবেষণা করাই হলো তার কাজ। সে সন্দেহ করছিল খারাপ কিছু হতে যাচ্ছে। পাহাড়গুলোর মধ্যে ফাটলের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাবার কারণে বেশ বড় ধরনের বিপদ আসতে পারে সেটা সে বিশ্বাস করতো।

বড় পাহাড় ধ্বস হলে যে ভয়ংকরভাবে সূনামি হবে তার জন্য ছোট্ট শহরবাসী কি প্রস্তূত? বিশাল এক ঢেউ কিভাবে শহরটাকে তছনছ করে দেয় সেটাই দেখানো হয় সিনেমাতে।

সিনেমার সাথে বাস্তবের অনেক মিল রয়েছে। নরওয়ের একটি শহরের পাশ ঘিরে যে পাহাড় পর্বত তা প্রতিনিয়ত ফেটে যাচ্ছে। ফাটলের পরিমাণ প্রতি বছর বেড়েই যাচ্ছে। বিজ্ঞানীরা কেউই জানেনা কবে বিশাল আকারের সুনামী হবে তবে প্রায় সব বিজ্ঞানীদেরই একই মত যে কোনো না কোন একটা সময় বড় আকারের যে সুনামী হবে সেটা তারা নিশ্চিত।

আমার কাছে সিনেমাটি ভালই লেগেছে। আপনারা দেখতে পারেন। আমি ৯.৫/১০ দেব।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:০৩

কবিতা ক্থ্য বলেছেন: রিভিউ এর জন্য ধন্যবাদ।
দেখবো আশা রাখি।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:২৭

শেরজা তপন বলেছেন: রিভিউ পড়ে ভাল লাগল-দেখার ইচ্ছে রইল।

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

গফুর মিয়া১৯১ বলেছেন: দেখার জন্য নোট এ রাখলাম

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আজই দেখব।

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২১

ফুয়াদের বাপ বলেছেন: রিভিউ পড়ে দেখতে ইচ্ছে করছে। আজই খুঁজে বের করে দেখার ইচ্ছে অনুভুত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.