নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
সত্যি কথা বলতেকি ফুটবল খেলা এতো বেশী দেখা হয় যার কারণে সিনেমা দেখা অনেকটা কমে গিয়েছে। ইচ্ছে করে অনেক সিনেমা দেখি কিন্তু ফুটবল খেলাগুলো দেখতে হয় আবার কাজে যেতে হয় আর পরিবারের অন্যান্য কাজতো আছেই এরই ফাকে সময় বের করে সিনেমা দেখি। সিনেমা দেখার নেশা এখনো কমেনি এখনো মনে হয় সারাক্ষণ যদি শুধু সিনেমা দেখতে পারতাম তাহলে বেশ ভালই হতো। যাই হোক একটা সিনেমা দেখলাম। অসাধারণ লেগেছে সিনেমাটি দেখে।
২০১৮ সালের সিনেমা psychological thriller সিনেমা Missing দেখলাম আমাজন প্রাইমে। Mukul Abhyankar এর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছে Tabu, Manoj Bajpayee ও Annu Kapoor। এই তিনজনেরই ছিল প্রধান চরিত্র। তিনজনের অভিনয়ই ছিল দেখার মতো। চমৎকার লেগেছে বেশ ছবিটি। কাহীনির মধ্যে অনেক প্যাচ আছে। প্রথম সহজেই মনে হবে গল্পটি একরকম কিন্তু কিছুক্ষণ পর মনে হবে আরেক রকম। আবার দেখতে দেখতে যাকে সন্দেহ করবেন দেখা যাবে সে একেবারেই নির্দোষ। ঘোরপ্যাচে ভরা গোটা কাহীনিটি। ছবির মধ্যে সাসপেন্স থাকলে চমৎকার লাগে।
হিন্দি সিনেমা বলতে আমরা বুঝি ঘটনার মাঝে গানবাজনাও থাকবে কিন্তু এই সিনেমাটি এরকম নয়। পুরো সিনেমায় মাত্র ১টা গান। তবে বুঝলাম না সিনেমাটির রেটিং অনেকে খুব কম দিয়েছে। ওরা কারা!!! আমার কাছেতো মোটেও খারাপ লাগেনি। চমৎকার লেগেছে সিনেমার গল্প। আপনারা পারলে দেখে নিয়ে জানান ভালো লেগেছে নাকি খারাপ।
২| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৪
সোহানী বলেছেন: আপনার রিভিউ পড়ে আগ্রহ হচ্ছে। দেখবো সময় করে।
৩| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: দেখেছি। ভালো মুভি।
৪| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৩
মিরোরডডল বলেছেন:
ভালো লাগেনি । নাথিং স্পেশাল
৫| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৮
মেহেদি_হাসান. বলেছেন: ঠিক আছে মুভিটা দেখবো।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১১:০২
এমেরিকা বলেছেন: আপনে রিভিউ শব্দের মানে বুঝেন? না বুঝে এসব ব্লগ লিখতে আসেন কেন?