নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Monkey Business (1952)--সিনেমা রিভিউ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪০



ইউটিউবের কল্যাণে ১৯৫২ সালের সিনেমা Monkey Business দেখলাম। মজার একটি সিনেমা। ছোট্ট গল্প তবে অভিনেতারা সুন্দর করে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে। দূর্দান্ত অভিনেতা Cary Grant আছে সিনেমাটিতে। Howard Hawks পরিচালিত এই সিনেমার কাহীনিটি সংক্ষেপে বলি।

Cary Grant অর্থাৎ ড.বার্নাবি হলো একজন পাগলা ধরনের বিজ্ঞানী। সে একটি ঔষধ আবিষ্কার করার চেষ্টায় রয়েছে। ড.বার্নাবির একটি শিম্পান্জ্ঞী রয়েছে নাম এ্যাস্থার। সে ল্যাবোরেটরির খাচা থেকে বের হয়ে যায়। বের হয়ে সে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে সেটি একটি পানি খাওয়ার পাত্রের মধ্যে ফেলে দেয়। সেটা আবার ড.বার্নেবি খেয়ে ফেলে। খাওয়ার পর তার উল্টাপাল্টা হাস্যকর সব রিয়েকশন হয়।

এইভাবেই কাহীনি এগুতে থাকে। মজার মজার সব ঘটবা ঘটতে থাকে। ড. বার্নাবি ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে খেলতে অন্যদিকে হারিয়ে যায় আর ঐ ছোট বাচ্চাগুলোর মধ্যে একটি ড.বার্নাবির বাড়ি চলে আসে। সবাই ভাবতে থাকে ড. বার্নাবিই হয়তো কিছু খেয়ে বড় মানুষ থেকে ছোট শিশু হয়ে গিয়েছে।

মজা লাগবে সিনেমাটি। দেখতে পারেন আপনারা। আমি দেব ৮/১০ এ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৩১

কবিতা ক্থ্য বলেছেন: সুন্দর রিভিউয়ের জন্য ধন্যবাদ।
দেখার আশা রাখি।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ভালো একটা মুভির সন্ধ্যান দিলেন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ভালো একটা মুভির সন্ধ্যান দিলেন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আরেকটু বিস্তারিত লেখার চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.