নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
Hulu-তে নভেম্বরের ২০ তারিখে রিলিজ হয়েছে Sarah Paulson অভিনীত সিনেমা Run। কোভিডের কারণে মানুষজনতো সিনেমা হলে যেতে পারছেনা তাই অনলাইনে বিভিন্ন সাইট যেমন নেটফ্লিক্স, হুলু, আমাজন প্রাইম ভালো ভালো সিনেমা ও টিভি সিরিজ দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার কাছে চমৎকার লেগেছে তবে সবচেয়ে বেশী যেটা ভালো লেগেছে সেটা হলো সিনেমাটির খুব সাধারণ কাহিনীটি। সাধারণ কাহিনী অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পেরেছে সিনেমাটির পরিচালক Aneesh Chaganty। ভারতীয় বংশদ্ভুত এই পরিচালক পরিচালনায় বেশ পরিপক্ক। ভবিষ্যতে তার কাছ থেকে আরো ভালো সিনেমা পাবার আশা করবো।
এটি একটি থ্রীলার ছবি। বেশ ভালই লেগেছে সিনেমাটি আমার কাছে। Sarah Paulson তার ছোট্ট নবজাতক শিশুকে হারায়। প্রসব করার পর শিশুটি বাঁচতে পারেনা। এতটুকুই বলবো।
এরপর দেখায় সে তার মেয়েকে লালন পালন করে। তার মেয়ে হুইল চেয়ারে চলাফেরা করে। বাড়ির বাইরে যেতে পারেনা তাই লেখাপড়া বাসাতেই করে। ধীরে ধীরে মেয়েটি জানতে পারে তার মায়ের আসল পরিচয় আর তখনই শুরু হয় সাসপেন্স।
মেয়েটা কি তাহলে তার নিজের মেয়ে নয়? জানতে হলে দেখতে হবে সিনেমাটি।
৯/১০ দেবো।
২| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখবো।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৯
কবিতা ক্থ্য বলেছেন: সুন্দর রিভিউ।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: দেখার ইচ্ছা থাকলো।