নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
মনে মনে বলি সারাক্ষণ ফুটবল দেখলে কি চলবে? যেসব সিনেমা দেখা হয় সেসব নিয়েতো কিছু লেখালিখিও করতে হবে, তাইনা? এখন যে অবস্থা তা তে সারাক্ষণ ফুটবল দেখি আর সময় পেলে সিনেমা বা টিভি সিরিজ দেখি। কিছুদিন আগেই Mirzapur টিভি সিরিজ দেখা শেষ করলাম। চমৎকার লেগেছে সিরিজটা। এখনো যারা যারা দেখেননি আজই দেখে ফেলেন। ভালো লাগবে। আজকে বলবো ছোট্ট একটা ডকুমেন্টরী নিয়ে। মাত্র ৪৫ মিনিটের একটা ডকুমেন্টরি কিন্তু অনেককিছু জানার থাকবে। আজ থেকে ২৫০০ বছর আগে বর্তমান তুরস্কে Urartu নামে একটি জায়গা ছিল। সেইসময় উরার্তু সাম্রাজ্য এতই শক্তিশালী একটি সাম্রাজ্য ছিল তাদের ধারের কাছে কেউ ছিলনা। উরার্তু নামটি আবার আরারাত থেকে উৎপত্তি। আরারাত পর্বতের কথাতো সবাই জানেন যেখানে বিশাল প্লাবনের পর নুহ (আঃ) এর নৌকা এসে তীর বেধেছিল।
উরার্তু সাম্রাজ্যকে নিয়েই এই ডকুমেন্টরি। যারা ইতিহাস নিয়ে জানতে ইচ্ছুক তারা দেখতে পারেন। আমার কাছে ভালই লেগেছে। সব সময়তো আর সিনেমা, টিভি সিরিজ দেখলে চলবেনা, ডকুমেন্টরিও দেখা প্রয়োজন।
২| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:২৫
কবিতা ক্থ্য বলেছেন: আরেকটু বিস্তারিত বলা যায় না?
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সিনেমা দেখি কিন্তু টিভি সিরিজ দেখা হয় না।