নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
বেশ কিছুদিন থেকেই Mirzapur সিরিজটার ব্যাপারে অনলাইনে দেখছিলাম যে এটা নাকি চমৎকার একটা টিভি সিরিজ। আমার এক ফ্রেন্ড যেদিন বললো পারলে Mirzapur টা দেখিস সেদিন থেকে সিদ্ধান্ত নিলাম আর দেরী করা যাবেনা শীঘ্রই দেখে ফেলতে হবে এই সিরিজটি। যেদিন দেখা শুরু করলাম আর থামাতে পারছিলাম না। চমৎকার ইন্ডিয়ান একটি টিভি সিরিজ। ক্রাইম থ্রিলার টাইপের এই সিরিজ অবশ্যই আপনাদের ভালো লাগবে তবে পারলে একা একা বা বউ নিয়ে দেখবেন পরিবারের অন্য কারোর সাথে দেখেন না কারণ এই সিরিজে অনেক অশ্লীল ভাষা ব্যবহৃত হয়েছে।
ভারতের উত্তর প্রদেশে অবস্থিত একটি জায়গার নাম মির্জাপুর। এই জায়গা ঘিরে নির্মিত হয়েছে এই টিভি সিরিজ। মির্জাপুর জায়গাটি বিখ্যাত কার্পেট তৈরীর জন্য। কাহীনিটি এই কার্পেট তৈরী নিয়েই। তবে এর পিছনে রয়েছে ভয়ঙ্কর এক অন্ধকার জগত। সামনাসামনি বিক্রী হয় কার্পেট কিন্তু আড়ালে চলে অস্ত্র ব্যবসা।
গোটা মির্জাপুর আখন্দআনান্দ ট্রিপাঠির দখলে থাকে যাকে সবাই "কালিন ভাইয়া" বলে সন্মোধন করে। সে কার্পেট ব্যবসার আড়ালে চালাতে থাকে অস্ত্র ব্যবসা আর অস্ত্র ব্যবসা মানেইতো ভালো কিছু না। চলতে থাকে মারামারি, দখলদারি, খুনখারাবি থেকে শুরু করে সবই।
তার এই ছেলে যার নাম মুন্না। সেই হবে ভবিষ্যৎ কর্ণধার তবে সে বেশ বেপরোয়া হয়ে উঠে। বখাটে ছেলে যাকে বলে!
এই টিভি সিরিজে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় এক কথায় চমৎকার। আপনারা পারলে দেখবেন আর কিছুদিন আগেই সিরিজটি ২য় সিজন শুরু হয়েছে। এটি আমাজন প্রাইমে দেখাচ্ছে। আমি স্কোর ৯/১০ দেব।
১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৭
রিনকু১৯৭৭ বলেছেন: Sacred Games দেখেছি। অসাধারণ!!
২| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার একটি সিরিজ। ধন্যবাদ ভাইয়া।
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২২
ফয়সাল রকি বলেছেন: সিজন-১ দেখেছি। ভালো লেগেছে।
আমাজনের সিরিজগুলো ভালোই। সমস্যা একটাই, অতিরিক্ত সেক্স আর ভায়োলেন্স থাকে!
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: আমার নেটফ্লিক্স নাই।
১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫৩
রিনকু১৯৭৭ বলেছেন: এটা আমাজন প্রাইমে দেখাচ্ছে।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩৯
লর্ড ভ্যারিস বলেছেন: আরো ভালো ইন্ডিয়ান সিরিজ আছে। Sacred Games, Gangs of Wassepur, Asur এগুলাও দেখে ফেলেন। মির্জাপুর ভালো লাগলো ওগুলাও ভালো না লাগার কারণ দেখিনা। সবই ওই স্লাং ইউজ করা মুভি, তাই মির্জাপুর যেমন একা একা দেখলেই ভালো তেমনি এগুলাও। হ্যাপি ওয়াচিং