নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

পোষাকের কি দোষ?

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭

যখন রাস্তা দিয়ে একটি ছেলে হেটে যায় এবং সে ছিন্তাইকারীদের পাল্লায় পরে এবং তার সাথে থাকা টাকা-পয়সাগুলো ও মোবাইল ফোন ছিনতাই হয়ে যায় তখনতো কেউ বলেনা ছেলেটির সাথে কেনো টাকা ছিল বা তার কাছে কেনো মোবাইল ফোন ছিল বা ছেলেটি ঐ সময় কেনো রাস্তায় হাটছিল তাহলে যখন কোন মেয়ে ধর্ষিত হয় তখন কেনো অনেকেই তার পোষাককে দায়ী করে?

যখন একজন বাস যাত্রীকে মলম পার্টির লোকজন ধরে চোখে মলম দিয়ে তার কাছ থেকে মূল্যবান জিনিষ ছিনিয়ে নেয় তখনতো কেউ বলেনা সে লোকটি কেনো ঐ বাসে চড়েছিল বা তার কাছে কেনো দামী জিনিষ ছিল তাহলে যখন কোন মেয়ে ধর্ষিত হয় তখন কেনো অনেকেই তার পোষাককে দায়ী করে?

যখন কোনো বাসা বা অফিস-আদালতে চুরি হয় তখনতো কেউ বলে না বাসা বা অফিসটি কেনো ঐ এলাকায় ছিল তাহলে যখন কোন মেয়ে ধর্ষিত হয় তখন কেনো অনেকেই তার পোষাককে দায়ী করে?

ছোট্ট ১২ বছরের শিশু কেনো ধর্ষিত হচ্ছে? সেই ছোট শিশুকি আপত্তিকর কোনো পোষাক পড়েছিলো? ফ্রক পড়াকি দোষের কিছু? পোষাকের কোনই দোষ নেই, দোষ হচ্ছে যারা ধর্ষণ করে তাদের আচরনের দোষ, তাদের পরিবারের দোষ, তাদের বাবা-মায়ের দোষ। বাবা-মায়ের কাছ থেকে সঠিক শিক্ষা পায় নি দেখেই তারা ওসব কাজ করে। সেসব নিয়েতো কেউ কিছু বলেনা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: পোষাকের কোনো দোষ নাই। দোষ মানসিকতার।

২| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পারিবারিক ও পারিপাশ্বিক পরিমণ্ডল
মানুষকে ধর্ষক বানায়। এর জন্য মায়ের
দ্বায়ত্বের অবহেলা অস্বীকার করা যায়না।
মা য়ের ব্যর্থতা অনেকাংশে দ্বায়ী তার
সন্তানের অধঃপতনের জন্য। একটা মা
যদি ধর্মীয় অনুশাসনে তার সন্তান পালন
করতো তা হলে সমাজ থেকে ধর্ষণ উধাও
হয়ে যেতো। মা যদি পরকীয়া করে তার ছেলে
তো ধর্ষক হবেই !!

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩০

নতুন বলেছেন: ব্যংকে গিয়ে বা অন্য কোথাও টাকা পয়সা দেখে ডাকাত বা ছিন্তাইকারীরা লোভে পরে। কিন্তু তারা ঐখান থেকে ছিন্তাই করতে পারেনা।

তাই তারা দূর্বলের কাছ থেকে ছিন্তাইকরে। এই সহজ জিনিসটা কেন বোছেন নি এতো দিন? B-))

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি পরিবার ও মা-বাবাকেও দোষী করেছেন; পরিবার ও মা-বাবা আপনাকে কোন খারাপ কাজ করতে উৎসাহিত করেছিলো?

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পোষাকেরই সব দোষ।পোষাক যখন ছিল না, তার দোষ গুন কিছুই ছিল না।পোষাক যখন আসছে দোষ গুন সাথে নিয়েই আসছে।

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: এই সব নিয়ে মুলত কোন মন্তব্য করা চলে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.