নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
বেশ অনেকদিন পর সিনেমা রিভিউ লিখতে বসলাম। সময় পাচ্ছিলাম না আসলে। একদিক থেকে কাজের ব্যস্ততা আরেক দিক থেকে ইউরোপিয়ান ফুটবল লীগগুলো দেখার কারণে লেখা হয়ে উঠছিলোনা। আবার কিছুদিন থেকে নিয়মিতভাবে সিনেমাও দেখা হচ্ছিলো না। কিছু টিভি সিরিজ দেখেচি সেসব নিয়ে আরেকটা ব্লগ লিখবো আরেকটা সময়। আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সেটি কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। অবশ্য এটিকে কোনো সিনেমা বলা ঠিক হবেনা।
এটি একটি সত্য কাহীনি নিয়ে নির্মিত একটি ডকিউমেন্টরি সিনেমা। নাম: American Murder: The Family Next Door। ডকিউমেন্টরিটি দেখে যেকোনো লোকেরই বেশ খারাপ লাগবে। কাহীনিটি আমেরিকার কলোরাডো রাজ্যে ঘটে। Christopher Lee Watts কিভাবে নৃশংসভাবে তার গর্ভবতী স্ত্রী ও দুই ছোট ছোট শিশু কন্যাকে খুন করে সেটাই তুলে ধরা হয়েছে পুরো ডকুমেন্টরিতে। প্রথমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করে কিন্তু ডিটেক্টিভের লোকজন কিভাবে সত্য ঘটনা উন্মোচন করে তা দেখানো হয়।
আমার কাছে একদিক দিয়ে খুব খারাপ লেগেছে এই ডকুমেন্টরি ছবিটি দেখে। নিষ্পাপ দুই শিশু মেয়েকে বাবা কিভাবে পারে খুন করতে তা মাথায় ঢুকেনা। সমাজে আসলেই অনেক অনেক খারাপ মানুষ আছে।
আপনাদের সময় থাকলে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।
২| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: না মুভিটা দেখবো। খুব মন খারাপ হবে।
৩| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৬
Laboni বলেছেন: Tom Hanks এর আরেকটি অসাধারন মুভি Saving Private Ryan
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৬
শোভন শামস বলেছেন: সুন্দর রিভিউ