নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
বেশ কয়েকজনই আমার কাছ থেকে জানতে চেয়েছেন বাচ্চাদের সাথে কি ধরনের সিনেমা দেখা যায়। আজকে আমি কোনো রিভিউ লিখবোনা তবে কয়েকটা চমৎকার সিনেমার নাম বলবো যেগুলো আপনি আপনার বাচ্চাদের নিয়ে অর্থাৎ পরিবারের সকলকে নিয়ে দেখতে পারবেন। আমি আবার একেবারে ছোট ছোট শিশুদের নিয়ে কথা বলছি না কারণ কোমলমতি শিশুদের জন্য রয়েছে কার্টুন, ও কার্টুন ধরনের এ্যানিমেটেড সিনেমা। আপনার ছেলে মেয়ে যদি টিনএজার হয় অনেকক্ষেত্রে বাবা-মা বুঝতে পারেনা কি ধরনের সিনেমা বাসার টিনএজ ছেলেমেয়েদের সাথে করে নিয়ে দেখা যায়। তাই আজকের এই লেখাটি তাদের জন্যই যারা বিভিন্ন ধরনের সিনেমা আপনাদের নিজেদের টিনএজ ছেলেমেয়েদের সঙ্গে করে দেখতে পারেন। আজকে আমি ১০ টি সিনেমার নাম বলবো যেগুলো আপনি আপনার পরিবারের সকলের সাথে দেখতে পারেন। ভবিষ্যতে অবশ্যই আরো সিনেমার নাম বলবো কারণ দেখার মতো সিনেমা হাজার হাজার রয়েছে সেখান থেকে মাত্র এই ১০টি সিনেমা দেখে আমি নিশ্চিত আপনাদের সাধ মিটবে না।
Blind Side (2009)
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা বেশ ভালো লাগবে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে সিনেমা কাহিনীটি।
Saving Private Ryan (1998)
এই সিনেমা আমি যে কতো বার দেখেছি তার হিসেব নেই। স্টিভেন স্পিলবার্গের এই চমৎকার সিনেমা আমার কাছে খুবই ভালো লেগেছে। যুদ্ধের কাহিনী নিয়ে বানানো এই ছবি এক কথায় অসাধারণ।
A Quiet Place (2018)
বাচ্চাদেরকে নিয়ে যদি সাইন্স ফিকশন জম্বি ধরনের সিনেমা দেখতে চান তাহলে এই ছবিটি দেখুন। প্রতিটি মুহূর্ত সাসপেন্সে ভরা।
Extremely Loud & Incredibly Close (2011)
সেপ্টেম্বর ১১, ২০০১ এ যখন টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা হয় ঐ সময় এক কিশোর ছেলে তারবাবাকে হারায়। কিভাবে তার বাবা টুইন টাওয়ার থেকে প্রাণ হারায় সেটার এক করুণ কাহিনী সিনেমাটিতে দেখানো হয়েছে।
Gravity(2013)
মহাকাশ এক ভয়ংকর জায়গা। সেখানে নভোযাত্রীদের কোনো রকম সুযোগ নাই ছোটখাট ভুল করার। বিশাল বড় এক দুর্ঘটনা থেকে কিভাবে পরিত্রাণ পায় সেটাই সুন্দর করে দেখানো হয়েছে এই সিনেমায়।
Interstellar (2014)
সাইফাই যারা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা। বসুন্ধরা ব্লকবাস্টারে এই সিনেমা যখন দেখানো হয়েছিল সেই ২০১৪ সালে তখন আমি ৭ বার হলে গিয়ে এই ছবি দেখেছিলাম। অসাধারণ!
Pursuit of Happyness (2006)
এই সিনেমা আমি বহুবার দেখেছি। সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে এই সিনেমা।
Grave of the fireflies (1988)
খুব ইমোশনাল একটি জাপানীজ এ্যানিমেটেড সিনেমা। আমি অনেকবার দেখেছি এই ছবি। বারবার দেখতে মন চায় এই সিনেমা।
Bird Box(2018)
২০১৮ সালের এই ছবি নেটফ্লিক্সে দেখি। খুব ভালো লেগেছে। সাসপেন্সে ভরা এই সিনেমা দেখতে পারেন আপনারা।
The Boy Who Harnessed The Wind(2019)
এই সিনেমা নিয়ে আমি একটা রিভিউও লিখেছিলাম। চমৎকার কাহিনী। ছোট্ট ছেলে কিভাবে গ্রামের সকলকে চমক দেয় তার আবিষ্কারে সেটাই দেখানো হয় সিনেমাটিতে।
কাকতালীয়ভাবে এই ১০টি সিনেমার মধ্যে ৪টি তেই স্যান্ড্রা বুলক অভিনয় করেছেন। কোন চারটিতে অভিনয় করেছেন বলেনতো? সেটা জানার জন্য সিনেমাগুলো দেখতে হবে।
২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: তিনটা দেখে আছে। বাকি গুলো দেখে নিবো। আজ রাতে দেখব একটা।
৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:০৫
রাকু হাসান বলেছেন:
মাত্র দুইটা দেখা আমার । Saving private Ryan দেখা শুরু করবো আজই ডাউনলোড হচ্ছে।দারুণ পোস্ট কাজে লাগবে। আমি মুভি খোঁজি আমি । ধন্যবাদ শেয়ারে।
৪| ২৪ শে জুলাই, ২০২০ সকাল ৭:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টের জন্য। ছবিগুলি আমার কাজে লাগবে মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনলাইনে কোথায় দেখা সম্ভব। জানাবেন।