নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আজকে কোনো সিনেমা রিভিউ লিখবো না। একটি ডকুমেন্টরি দেখেছি ভাবলাম সেটা নিয়েই কিছু লিখবো। বেলজিয়ামের এক সময়কার অত্যাচারী শাষক রাজা দ্বিতীয় লিওপোল্ড যে কতো অত্যাচারী একজন শাষক ছিলেন সেটা নিয়েই পুরো ডকুমেন্টরিটা বানানো হয়েছে। প্রশ্ন আসতে পারে হঠাৎ কোথাকার এক লিওপোল্ডকে নিয়ে লিখছি কেনো! লেখার যথেষ্ঠ কারণ রয়েছে। ইউরোপিয়ান দেশ বেলজিয়ামের এই
স্বৈরাশাষক নারীলোভি রাজা যে কতটা ভয়ানক ছিল তা যদি কেউ জানতে চায় তাহলে এই ডকুমেন্টরিটা অবশ্যই দেখা উচিত।
রাজা লিওপোল্ড তার বাহীনি দিয়ে আফ্রিকার দেশ কংগোতে যে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কংগোর লাখ লাখ নিরীহ মানুষকে সে অত্যাচার করেছিল, হত্যা করেছিল, ছোট ছোট শিশুদের এতীম করেছিল ও সর্বশেষে সে পুরো কংগোর মূল্যবান যতো প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো লুন্ঠন করেছিল।
প্রাকৃতিক সম্পদ চোর ছিল রাজা লিওপোল্ড। কংগো নানা ধরনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এগুলো সে লুন্ঠন করায় ব্যস্ত ছিল। সেটার জন্য সে অত্যাচার চালায় নিরীহ মানুষদের ওপর। এই ভিডিওতে একটা জায়গায় দেখায় রাজার নির্দেশে কিভাবে মানুষদের হাতের কব্জি কেটে ফেলা হতো।
খুব নির্মম নিষ্ঠুর রাজা লিওপোল্ডকে নিয়ে এই ডকুমেন্টরি আপনারা দেখতে পারেন। দেখে জানতে পারেন একজন অত্যাচারী রাজা লিওপোল্ড কেমন ছিল।
২| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৪
সাহাদাত উদরাজী বলেছেন: লিঙ্কটা রেখে দিলাম, সুযোগ পেলে দেখবো। অত্যাচার ছাড়া কোন দেশ ধনী হয় নাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: জানলাম এই চোর সম্পর্কে। আগে জানতাম না কিছুই।