নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
Little Fires Everywhere একটা বইয়ের নাম। Celeste Ng এর লেখা বইটি নিয়ে নির্মিত হয়েছে ৬ পার্টের এই মিনি সিরিজ। সিরিজটি বর্তমানে Hulu-তে দেখা যাবে। বেশ কিছুদিন আগেই এসছিল অনলাইনে কিন্তু আমি দেখার সুযোগ পাইনি। কাজে অবশ্য ব্যস্ত ছিলাম না, এখন আবার কিসের কাজ!! বাসাতেইতো থাকি! আসলে শুধু সিনেমা দেখি, টিভি সিরিজ সেইভাবে দেখার সুযোগ থাকেনা। ভাবলাম এক ঘেয়ে লাগছে সিনেমা দেখতে দেখতে তাই এই সিরিজটি দেখে ফেললাম। এমনিতেই অনেক পজিটিভ রিভিউ পড়েছিলাম এর ব্যাপারে তাই দেরী না করে দেখেই ফেললাম। খুব ভালো লেগেছে এই সিরিজটি দেখে। গল্পটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।
দুই পরিবারের কাহিনী নিয়ে বানানো হয়েছে সিরিজটি। একটি আমেরিকান শেতাঙ্গ পরিবার যারা বেশ বড় লোক ও আরেকটি এক কৃষনাংগ মা ও তার মেয়ের কাহিনী। সমাজের অনেক বাধা, বিপত্তি থাকা সত্বেও কিভাবে টিকে থাকা যায় সেসব নিয়েই এই সিরিজটি।
সিরিজটির মূল আকর্ষণ হচ্ছে এর ওপেনিং সাউন্ডট্র্যাক। আমি এমনিতেই সাউন্ডট্র্যাকের পাগল। বিভিন্ন টিভি সিরিজ বা সিনেমার সাউন্ড মিউজিকগুলো শুনি যখনই সময় পাই।
আপনারা দেখতে পারেন সময় পেলে এই চমৎকার টিভি সিরিজটি। আর হ্যা! এই গৃহবন্দি অবস্থায় আমি কিন্তু শুধু সিনেমা বা টিভি সিরিজই দেখছি না, ভাবলাম একটু আঁকাআঁকি করি। তাই ছবি আঁকাটা এই মূহুর্তে একটা শখ হিসেবে নিলাম। দুইটা ছবি দিলাম দেখে জানাতে পারেন কেমন লাগলো।
২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০০
ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম ছবিটি সুন্দর হয়েছে।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৫
রিনকু১৯৭৭ বলেছেন: থ্যাঙ্ক ইউ সো মাচ
৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৬
সোহানী বলেছেন: আকাঁআকিঁতে +।
সিরিজ দেখি না কারন নেশা হয়ে যায় তাই।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৪
রিনকু১৯৭৭ বলেছেন: ওকে, ধন্যবাদ।
৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: আপনি আছেন মিয়াভাই সুখে।
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৪
রিনকু১৯৭৭ বলেছেন: ভাই, এখন কাজকাম নাই। বাসায় থাকি বাচ্চাদের সাথে। তাই একটু হরেক রকম কাজ করে সময় কাটাই।
৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩১
নেওয়াজ আলি বলেছেন: Good
৬| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কোন ক্লাসে পড়েন? ছবি খুব সুন্দর হয়েছে।
১১ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪০
রিনকু১৯৭৭ বলেছেন: হা হা হা। আমি জানি বাচ্চাদের মতো ছবি আকিঁ, কিন্তু আমি শখের বশে শুরু করেছি আকাঁআকিঁ। যখন স্কুলে ছিলাম তখন যে কি আকঁতাম সেটা শুধু স্রষ্টাই জানেন।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫
জাহিদ অনিক বলেছেন: সাউন্ডট্রাক শুনলাম ইউটিউবে-- সুন্দর।