নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
অনেকেই বলে থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদীদের ওপর নাৎসীরা যে অত্যাচার চালায় এবং লাখ লাখ ইহুদি হত্যা করে সেটা নাকি সব সাজানো নাটক। তাদের মতে ইহুদিদের নাকি গ্যাস চ্যাম্বারে মারা হয়নি। যুদ্ধে যারা জিতে তাদের হাতেই ইতিহাস লেখা হয়। ইহুদিদের ওপর সহানূভুতি আনার জন্য যাতে ওরা প্যালেস্টাইনে গিয়ে ইজরাইল রাষ্ট্র সৃষ্টি করতে পারে সে জন্য নাকি এতো কিছু নাটক সাজানো হয়। আর এইসব নিয়েই বানানো হয়েছে সিনেমা Denial।
একজন আমেরিকান লেখিকা Deborah Lipstadt, যে নিজেও একজন ইহুদি, সে ১৯৯৩ সালে একটি বই লিখে নাম Denying the Holocaust। সে এই বইয়ে তুলে ধরেন বিভিন্ন ব্যাক্তি বা সংগঠন কিভাবে মিথ্যাভাবে Holocaust-এর ঘটনাকে মিথ্যা প্রচারণা হিসেবে চালায়। সে তুলে ধরেন Holocaust মিথ্যা কিছু নয়, ইহুদিদের অন্যায়ভাবে মারা হয়েছিল, তারা নির্যাতনের স্বীকার এবং সে এর জন্য অনেক প্রমানও দেখিয়েছিল।
ব্রিটিশ লেখক David Irving এই ব্যাপারটি নিয়ে মামলা করে কোর্টে এবং সে তুলে ধরে যে Holocaust বলে কিছু হয়নি এবং গ্যাস চেম্বার বলে কিছু ছিল না। এখানে বলা বাহুল্য যে David Irving নিজে বিশ্বাস করে না যে হিটলারের অর্ডারে লাখ লাখ ইহুদিদের যে মারা হয়েছিল আর ইহুদিদের অত মাত্রায় মারাও হয়নি।
মামলা চলতে থাকে। David Irving বনাম Penguin Books এবং Deborah Lipstadt। সিনেময় ভালো ভালো শিল্পী অভিনয় করেছেন: Rachel Weisz, Tom Wilkinson ও Timothy Spall। Timothy Spall এর অভিনয় ছিল দেখার মতো। আমার কাছে ভালই লেগেছে সিনেমাটি। সত্যঘটনা অবলম্বনে বানানো সিনেমাটি আশা করি আপনাদেরও ভালো লাগবে।
২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবিটি দেখার আগ্রহ পেলাম। আপনি বেশ ভালো রিভিউ দেন। হলোকাস্ট নিয়ে আমারো কিছু প্রশ্ন ছিলো একসময়। ধন্যবাদ
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৫
রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৫
রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: কিছু ভূতের ছবির সন্ধান দিয়েন। প্লীজ। কলিজা কেঁপে উঠবে এসব মুভি।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৩
রিনকু১৯৭৭ বলেছেন: US সিনেমা দেখতে পারেন। মজা লাগবে।
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৮
নেওয়াজ আলি বলেছেন: দেখবো এখন
৫| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিটা দেখার পর একজন দর্শক কি সিদ্ধান্তে আসবে? Holocaust হয়েছে নাকি হয় নাই।
০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১২
রিনকু১৯৭৭ বলেছেন: বলা মুশকিল।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫
সোহানী বলেছেন: সম্পূর্ণ বিষয়টি জানতেই ছবিটি দেখবো।