নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
গতকাল থেকে মাথার ভিতর একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সত্যজিৎের "পরশ পাথর" সিনেমাটি এতো বছর পর দেখলাম কেনো? এতো বছর কই ছিলাম? কেনো দেখলাম না এই অসাধারণ সিনেমাটি? কতো হাজার হাজার সিনেমা দেখলাম অথচ এই সিনেমা দেখিনি কেনো? এর জন্য আমি নিজের কাছে নিজেই লজ্জিত।
ইউটিউবে ভাবছিলাম একটা বাংলা সিনেমা দেখবো। ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম সত্যজিৎ রায়ের সিনেমা পরশ পাথর। তুলশি চক্রবর্তি আমার একজন প্রিয় অভিনেতা। সিনেমায় তার দূর্দান্ত অভিনয় দেখে আমি সাংঘাতিকভাবে মুগ্ধ। চমৎকারভাবে পুরো সিনেমার কাহিনীি ফুটিয়ে তোলা হয়েছে। সত্যজিৎ রায়ের ব্যাপারে না হয় কিছুই বললাম। তাকে নিয়ে কিছু বলার সাহসটা আমার নেই।
সামান্য একটা পাথরকে নিয়ে যে একটা পুরো সিনেমা হতে পারে এবং শুধু সিনেমাই নয়, একটা অসাধারণ সিনেমা হতে পারে সেটা এই ছবিটি না দেখলে বুঝতাম না।
পরেশ চন্দ্র দত্তের চরিত্রে অভিনয় করেছেন তুলশি চক্রবর্তি। মধ্যবিত্ত পরিবারের সে একজন ব্যাংকের ক্লার্ক। একদিন এক পার্কে সে একটা পাথর খুঁজে পায়। পাথরের স্পর্শে সব লোহার জিনিষ সোনায় পরিনত হয়ে যায়। সেটার লোভ সে সামলাতে পারিনি। স্বপ্ন দেখা শুরু করে যে সে এইভাবে সব কিছু সোনায় রুপান্তর করে একদিন বড়লোক হয়ে যাবে।
আমার মতো এখনো হয়তো সমাজে অনেকেই আছেন যারা এখনো এই দূর্লভ সিনেমাটি দেখেননি তাই বিস্তারিত বললাম না। ইউটউবে ফ্রি দেখে নিতে পারেন। আমি ১০/১০ দিব।
চমৎকার একটা সিনেমা।
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩১
নেওয়াজ আলি বলেছেন: ভালো ।
৩| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: না রাতে দেখি নাই।
শেষমেশ দেখা ছবি আবার দেখলাম। বাইশে শ্রাবন।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৬
রাজীব নুর বলেছেন: মুভি দেখার এখন লোভ হচ্ছে।
হাতে সময় আছে। এখনই দেখেই ফেলি।