নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
এই করোনা ভাইরাসের কারণে হয়তো ভবিষ্যতে অনেক কিছুই বদলে যাবে:
১) স্কুল, কলেজে আর হয়তো যাওয়া লাগবেনা। অনলাইনেই সব ক্লাস হবে যেটা ইতোমধ্যে হচ্ছেও গুগল ক্লাসরুমের মাধ্যমে।
২) বড় বড় বিল্ডিং-এ হয়তো অফিস আর করা লাগবেনা, অনলাইনেই অফিস হবে, মিটিং হবে।
৩) শুধুমাত্র সার্জারী ছাড়া চিকিৎসকদের কাছে চিকিৎসা হয়তো ভিডিও-এর মাধ্যমেই হবে, আগে থেকে এ্যাপয়েন্টমেন্ট আর নেওয়া লাগবেনা।
৪) নিজ আত্মীয়-স্বজনদের বাসায় হয়তো যাওয়া কমে যাবে, যোগাযোগ শুধু অনলাইনের মাধ্যমে থাকবে।
৫) বিমানের চাহিদা হয়তো একেবারে কমে যাবে। মানুষ যেহেতু অনলাইনেই যোগাযোগ করতে পারবে হয়তো জরুরি কাজ ছাড়া বিমানে যাতায়াত করতে চাইবেনা।
৬) অনেক খেলাধুলাই হয়তো বন্ধ হয়ে যাবে। একক খেলা হয়তো হবে।
৭) সিনেমার ধারনা বদলিয়ে যাবে। বিশাল সেটে হয়তো কাজ হবে না। নিজ নিজ যায়গা থেকে শুটিং হবে, সেগুলো এডিটিং করে সিনেমা বানানো হবে।
৮) গানের কনসার্টও হয়তো হবে না। নিজ ঘরে বসে লাইভ স্ট্রিমে ফ্যানরা গান দেখবে।
আপনারা কি মনে করেন?
২| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই বদলাবে।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৯
নেওয়াজ আলি বলেছেন: দেশের মানুষের স্বভাবতো আর বদলাবে না