নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
২০১৭ সালের নাটক The Gentleman | দি জেন্টলম্যান দেখলাম ইউটিউবে। মোশাররফ করিম ও অপর্ণা ঘোষ অভিনীত এই নাটকটি কেনো যে এতোটা দিন দেখলাম না তার জন্য আফসোস হচ্ছে। দেখার আগ পর্যন্ত ভাবতে পারিনি এতো সুন্দর একটা নাটক যে উপভোগ করতে যাচ্ছি। চমৎকার লেগেছে পুরো নাটকটি দেখে। কোনো রকম বোরিং লাগিনি। প্রথম থেকেই নাটকটির গল্প সুন্দর করে সাজানো হয়েছে। যে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সত্যিই প্রশংসার দাবীদার রাখেন।
মোশাররফ করিমতো একজন উচুমানের শিল্পী। আর অপর্ণা ঘোষের অভিনয় আমার কাছে বরাবরই ভালো লাগে। দু'জনারই বেশ সাবলীল অভিনয় ছিল। আমি যদি তিন বছর আগের নাটক দেখতে পারি আমি মনে-প্রাণে বিশ্বাস করি আপনারাও পারবেন। সুতরাং জীবনের সময় নষ্ট না করে আজই দেখে ফেলুন। আর দেখার জন্যতো পয়সা খরচ হচ্ছে না। ফ্রী ফ্রি দেখতে পাবেন ইউটিউবে।
২| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মোশারফ করিমের উচিত বেছে বেছে কাজ করা। এই নাটকের মত।
৩| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: উনার নাম তো অপর্না ঘোষ না। হুমায়রা হিমু।
১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০৬
রিনকু১৯৭৭ বলেছেন: না রাজীব ভাই, ওনার নাম অপর্ণা ঘোষ। হুমায়রা হিমু আরেকজন।
৪| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: পুরোনো নাটক। দেখেছি। বাস্তবধর্মী নাটক।
৫| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫
রানার ব্লগ বলেছেন: রাজীব নুর বলেছেন: উনার নাম তো অপর্না ঘোষ না। হুমায়রা হিমু
না
অপর্না ঘোষ
৬| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো
৭| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো
৮| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২
একাল-সেকাল বলেছেন:
দেখেছি। কঠিন বাস্তবতার হাতছানি আর গ্লানি চমৎকার ভাবে ফুটে উঠেছে এই গল্পে। অভিনয় চমৎকার।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেখেছি। বাস্তবতা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়ে।