নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Fauda--দেখার মতো একটি ইজরাইলি টিভি সিরিজ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৭



Fauda মানে "chaos" যার বাংলা অর্থ বিশৃঙ্খল। এটি একটি ইজরাইলি টেলিভিশন সিরিজ। Israel Defense Forces এর কর্মকান্ড নিয়ে নির্মিত এই সিরিজ আমার কাছে বেশ ভালো লেগেছে। February 15, 2015 সাল থেকে এটি দেখানো শুরু হয় তবে আমি নেটফ্লিক্সে কিছুদিন আগে থেকে দেখা শুরু করেছি। ইজরাইল--প্যালেস্টাইন সংঘর্ষ নিয়ে বানানো এই টিভি সিরিজ এক কথায় চমৎকার। সিরিজটিতে দেখানো হয় দৈনন্দিন যে হামলা-পাল্টা হামলা চলতে থাকে ইজরাইল--প্যালেস্টাইনের ভিতর আর সেসব হামলা কিভাবে জীবন বাজি রেখে ইজরাইলি বাহীনি দক্ষতার সাথে মোকাবেলা করে সেসবই দেখানো হয় এই সিরিজে।



আমরা সাধারণত টিভি সিরিজ হলিউডেরগুলই বেশী দেখে থাকি। এছাড়াও হিন্দি টিভি সিরিজগুলোতো আমরা ক্যাবল টিভির কল্যাণেতো দেখছই। পৃথিবীর বিভিন্ন দেশে যে ভালো ভালো টিভি সিরিজ বা সিনেমা হয় সেটাও আমাদের জানা উচিত, দেখা উচিত।

আমাকে স্বীকার করতেই হবে যে সিরিজটি খুব সাসপেন্সে ভরা। চমৎকারভাবে বানিয়েছে এই টিভি সিরিজের নির্মাতারা। আমি ঠিক এরকম সাসপেন্সভরা টিভি সিরিজ দেখেছিলাম অনেক আগে যার নাম: 24। কিফার সাদারল্যান্ড অভিনীত এই টিভি সিরিজ ছিল সেকেন্ডে সেকেন্ডে সাসপেন্সেভরা। Netflix থাকার একটা সুবিধা হলো যে এখানে বিভিন্ন দেশের ভালো ভালো সিনেমা ও টিভি সিরিজ দেখা যায়। আমি এই টিভি সিরিজকে ৯/১০ দেব।

আপনারা আশা করি আমার এই ছোট্টলেখাটি পড়ে অনুপ্রাণিত হয়ে সিরিজটি দেখা শুরু করবেন।


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ok দেখা দরকার

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

জাহিদ হাসান বলেছেন: আমি তো ফেলুদা পড়ে ফেলেছিলাম :( :(

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: দেখি নাই।
আসলে সময় পাই না।
সময়ের অভাবে অনেক কিছু করা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.