নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
কেউকি বিশ্বাস করবে আমি যদি বলি গত ২০--২১ বছর ধরে আমি চেষ্টা করছি একটি বই লেখার কিন্তু আজও পর্যন্ত পূর্ণাঙ্গভাবে একটা বইও লিখতে পারলামনা? কতবার যে হাতে পেন নিয়ে লেখা শুরু করেছি তার কোনো হিসেব নেই। কম্পিউটারেও যে কত শত শত লেখা লিখিছি সেটারও হিসেব নেই। শুধু হিসেব আছে যে আমি একটা বইও আজ পর্যন্ত প্রকাশ করতে পারিনি। বিভিন্ন বিষয়ের ওপর আমি লিখেছি কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই লেখা অসমাপ্ত থেকে গিয়েছে। কি কারণে যে লেখা শেষ করতে পারতামনা তার কোনো সঠিক উত্তর আমার কাছে নাই। প্রতিটা বছর ইচ্ছে হতো একুশে বই মেলায় আমার একটি বই প্রকাশিত হবে। বই মেলায় যেতাম আর কল্পনা করতাম নতুন নতুন লেখকদের মতো আমারও একটা বই একদিন ছাপানো হবে, বিক্রী হবে। আজ পর্যন্ত একটা বইও লিখে শেষ করতে পারলাম না।
আমার এটাও খেয়াল আছে যে ক'বছর আগে একজনের সাথে কথা বলেছিলাম বই ছাপাবো বলে। সে আমার খুব পরিচিত একজন মানুষ। সে নিজেও বই লেখে ও তার অনেক বই ছাপানো হয়েছে। সে এও আমাকে বললো যে অমুক তারিখের মধ্যে আমার পান্ডুলিপি তাকে দিতে সে ব্যবস্থা করে দিবে। কিন্তু কিসের কি!! আজও পর্যন্ত একটা বইও লিখে শেষ করতে পারলাম না।
এইভাবেই কি আমার চলবে? এইভাবেই কি প্রতিটা বছর বই মেলার আগে অনুপ্রাণিত হয়ে বই প্রকাশের স্বপ্ন দেখবো আবার বই মেলার পর সেই স্বপ্নটা ভেঙ্গে যাবে? অন্যরা পারলে আমি পারিনা কেনো? একটা বইতো মাত্র লিখতে চাই। আমার এতটুকুই চাওয়া। একটা বই অনেকদূর পর্যন্ত লিখেছিলাম। কিন্তু এরপর আমেরিকায় চলে আসায় ঐ বইটা আর প্রকাশনার স্বপ্ন দেখেনি। আজ পর্যন্ত একটা বইও লিখে শেষ করতে পারলাম না।
এটাকে আফসোস হিসেবে না নিয়ে অনুপ্রেরণাই নেওয়া উচিত। কি বলেন আপনারা?
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০
কনফুসিয়াস বলেছেন: আমি জানি না।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১২
মেহরাব হাসান খান বলেছেন: নতুন ব্রুস পেতে যাচ্ছি। চেষ্টা করুন, পারবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: বই বের করা কোনো ঘটনা না। আবার বই লেখাও কোনো ঘটনা।
তবে লেখার চেয়ে বেশী গুরুত্বপূর্ন হলো পড়া। প্রচুর পড়ুন তাহলে অতি সহজে লিখতে পারবেন।