নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Chernobyl টিভি সিরিজ রিভিউ।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:০৭



Game of Thrones দেখার পর কোন টিভি সিরিজটা দেখা যায় সেটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। কয়েকটা নতুন সিরিজ দেখা শুরু করেছিলাম কিন্তু মন থেকে অতটা টানিনি তাই দুই একটা পর্ব দেখেই দেখা বাদ দিয়ে দিয়েছিলাম। পরে যখন Chernobyl এর কথা শুনলাম তখন ভাবলাম একবার একটু দেখি যদি ভালো লাগে তাহলে দেখবো।



Chernobyl এর ওপর ততদিনে ভালো ভালো রিভিউ পড়া হয়ে গিয়েছে। প্রথমবার দেখে এতটাই ভালো লাগলো যে ভাবলাম এইটাই দেখবো। এতো সাসপেন্স নিয়ে যে একটা টিভি সিরিজ হয় তাও আবার এটকা সত্য ঘটনাকে কেন্দ্র করে সেটা Chernobyl না দেখলে বোঝা যাবে না। যারা যারা অভিনয় করেছেন তাদের নাম অতটা শুনা যায় না কিন্তু তাদের প্রত্যেকের অভিনয় ছিল দূর্দান্ত।

১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রিপয়াট শহরের কাছে Chernobyl Nuclear পাওয়ার প্লান্টে যে Nuclear এক্সিডেন্ট হয় সেটা নিয়েই নির্মিত এই টিভি সিরিজ Chernobyl। এখনো ভাবতে অবাক লাগে যে এই ঘটনা ঘটার পর কিভাবে তৎকালীন সোভিয়েট সরকার সেটাকে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।



আর কয়েক ঘন্টার নোটিসে গোটা প্রিপয়াট শহরের প্রায় ৫০,০০০ বাসিন্দাদেরকে যে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল তাদেরকে আশ্বাস দিয়ে যে কয়েকদিনের মধ্যেই তারা তাদের বাড়ি ফেরৎ আসতে পারবে কিন্তু বাস্তবে সেটা আর কখনই হয়নি সেটাও ছহিল দেখার মতো। এখনো পর্যন্ত গোটা প্রিপয়াট শহর এক ভুতুরে শহর হিসেবে আছে। সেখানে এখন কেউই বসবাস করেনা।

নিচের ট্রেইলারটা দেখুন আশা করি ভালো লাগবে। সব মিলে আমার কাছে ভালো লেগেছে এই টিভি সিরিজটা। আমি ৯/১০ এ।

https://www.youtube.com/watch?v=s9APLXM9Ei8

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৪৪

বিডি আইডল বলেছেন: ওয়েল মেড সিরিজ..তবে এত হাইপড করার মত কিছু না

২| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: টিভি'ই তো দেখি না।

৩| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

মেঘ প্রিয় বালক বলেছেন: সময় পড়তে পড়তে মুভি দেখার সময় কই? তারপরেও দেখার ইচ্ছা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.