নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
২১১৮ সাল। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন। গতবারের বিশ্বকাপেও বাংলাদেশ হট ফেভারিট ছিল। স্বাগতিক দেশ হিসেবে সেবার বাংলাদেশ অনেক ভালো খেলেছিল। এবারেও ভালো খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা। গোটা জাতি আজ গর্বে বুক ভাষাচ্ছে। এমন দিনরই কথা ফুটবল বোদ্ধারা এতদিন বলে আসছিল যে ফুটবলে বাংলাদেশ একদিন না একদিন চ্যাম্পিয়ন হবেই আর সেটাই সম্ভব হলো। তিউনেশিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ছিল এক কথায় দেখার মতো। তবে যে যাই বলুক গতবারের বিশ্বকাপ যেটা কিনা বাংলাদেশে হয়েছিল সেটাই ছিল গত ৫০ বছরের শ্রেষ্ঠ বিশ্বকাপ আয়োজন। বিশেষ করে দিনাজপুরে যে দুই লক্ষ্য দর্শক ধারন ক্ষমতাসম্পন্ন যে স্টেডিয়াম নির্মান করা হয়েছিল সেটা ছিল দেখার মতো। তবে অনেকেই বলেছিল নোয়াখালিতে যে স্টেডিয়াম করা হয়েছিল সেটা ছিল অত্যান্ত আধুনিকমানের একটি স্টেডিয়াম।
যাই হোক বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন এটা ভাবতেই অবাক লাগছে। একটা সময় নাকি ছিল যখন বাংলাদেশ নাকি খুব বাজেভাবে হারতো। অনেক সময় অনেক দূর্বল দলের বিরুদ্ধেই নাকি হারতো। আর এখন বাংলাদেশ ফিফা রেংকিং এ নাম্বার ১।
কয়েকদিন পর খেলোয়াড়রা দেশে ফিরবে তাদের জানানো হবে অভ্যর্থনা। ভুলে গেলে চলবেনা যে আর দুই বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক।
২| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৫
মাহমুদুর রহমান বলেছেন: চমক খেলাম।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২০
কিশোর মাইনু বলেছেন: ইনশাল্লাহ
৪| ১৭ ই মে, ২০১৯ সকাল ৯:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।
দেরী হোক তবু যায়নি সময়।