নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
একটা গল্প বলি। অনেকগুলো মুরগি একটা জায়গায় খাচ্ছিলো। স্বাস্থ্যবান মুরগিগুলো দুর্বল মুরগিদের তুলনায় বেশী বেশী করে খাচ্ছিলো। এতে দূর্বল মুরগিগুলো ক্ষেপে গিয়েছিল। দূর্বল মুরগিদের পাশে দাঁড়ালো ধূর্ত কতোগুলো শিয়াল। শিয়ালগুলো উপদেশ দিল প্রতিবাদ করার কারণ দূর্বল মুরগিদের সংখ্যা অনেক বেশী। শিয়ালগুলোর আসল উদ্দেশ্য কিন্তু ভিন্ন্য। এরপর দূ্র্বল মুরগিগুলো একদিন প্রতিবাদ করা শুরু করলো। তাদের দাবি ছিল ঠিকভাবে যেন তারা খেতে পায়। খুবই সাধারন একটা দাবি। মোটা তাজা মুরগিদের এক জায়গায় করে বললো দূর্বল মুরগিদের কথা শুনতে হবে। ঠিক তখনই ধুর্ত শিয়ালগুলো মুরগির পোষাক পড়ে সেই জায়গায় গেলো আর বড় বড় তাজা মোটা মুরগিদের এক এক করে ধরে খেয়ে ফেললো। দূর্বল মুরগিগুলোতো পুরাই অবাক! তারা শুধু দাবি তুলে ধরতে চেয়েছিল আঘাততো করতে চাইনি!!
অবশেষে সেদিন থেকে মুরগি সমাজের সবাই জানে দূর্বল মুরগিদের কারণে মোটা তাজা মুরগিদের করূন মৃত্যু হয়েছিল।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি তো বিশ্বের সেরা মুরগী লেখক!
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গল্পটা ভাল্লাগছে। আমি মুরগী নামে একটা নিক ছিল ব্লগে।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে---
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে---
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০২
আরোগ্য বলেছেন: সামু কি তবে মুরগীর কাতারে পড়লো?