নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
অনেক দিন ধরেই ভাবছিলাম সবসময়তো সিনেমা রিভিউ লিখি এবারে একটা টিভি সিরিজের ওপোর রিভিউ লিখি। কোন টিভি সিরিজের ওপর রিভিউ লিখবো সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। আসলে এখন এতো ভালো ভালো টিভি সিরিজ হয় কোনটা রেখে কোনটা আগে লিখবো সেটা নিয়ে বিপাকে পড়তে হয়। অবশেষে ঠিক করলাম American Crime Story: People vs O.J.Simpson এই টিভি সিরিজটার ওপরই রিভিউ লিখবো।
American Crime Story: People vs O.J.Simpson সত্যিকার অর্থে দেখার মতো একটি টিভি সিরিজ। সত্য ঘটনাবলম্বে নির্মিত এই টিভি সিরিজ আমেরিকান ফুটবল খেলোয়াড় O.J.Simpson-এর কাহিনী নিয়ে বানানো যেখানে দেখানো হয় O.J.Simpson সত্যিই তার প্রাক্তন স্ত্রী ও তার বয়ফ্রেন্ডকে হত্যা করেছিল নাকি হত্যা করেনি। যাদের কোর্টের ওপর সিনেমা বা টিভি সিরিজ দেখতে পছন্দ তারা বেশ মজা পাবে। আর যারা আইনজিবি তাদের দেখা উচিত এই সিরিজ কারণ আইনজিবিদের কিভাবে কথার মাধ্যমে লড়তে উচিত সেটা জানার জন্য এই সিরিজ দেখতে হবে।
এখানে অভিনয় করেছেন:
Cuba Gooding Jr.--O. J. Simpson
Bruce Greenwood--Gil Garcetti
Sarah Paulson--Marcia Clark
David Schwimmer--Robert Kardashian
John Travolta--Robert Shapiro
Courtney B. Vance--Johnnie Cochran
একেকজনার অভিনয় ছিল দূর্দান্ত। চমৎকার অভিনয় দিয়ে পুরো সিরিজটাকে দেখারমতো করেছে একেকজন। O.J.Simpson আসলেই মূল হত্যাকারী নাকি না সেটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকেই বলে থাকেন O.J.Simpson ষড়যন্ত্রের স্বীকার।
যাই হোক টিভি সিরিজটা দেখার মতো। আপনারা যারা এখনো দেখেন নাই তারা দয়া করে দেখে ফেলেন। অনেক সময়ইতো জীবন থেকে নষ্ট করেন আড্ডাবাজি করে, সেটা না করে এই টিভি সিরিজটা দেখুন।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: টিভি সিরিজের উপর রিভিউ পাওয়া যায় না।
আপনাকে ধন্যবাদ।