নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
Netflix-এ একটি সিনেমা দেখলাম। সিনেমাটির নাম The Angel। এটি একটি Israeli-American spy thriller সিনেমা। সত্য ঘটনা অবলম্বিত এই সিনেমার পরিচালক হলেন ইজরাইলি পরিচালক Ariel Vromen। খুব সুন্দর করে ছবিটির পুরো কাহীনি তুলে ধরতে সক্ষম হয়েছেন পরিচালক। আসলে সব কিছুর পেছনেই সাধনার প্রয়োজন হয়।
পরিচালক Ariel Vromen-এর বয়স যখন ১২ তখন তার পরিবার তাকে একটি 8mm camera উপহার দেয় যা দিয়ে সে নানা ধরনের শর্ট ফিল্ম বানাতো। যার ছোটবেলা থেকেই সিনেমা বানানোর এতো শখ সে যে বড় হয়ে ভালো সিনেমা উপহার দিবেনা সেটা কি হয়!
সত্যিকারের ঘটনা নিয়ে বানানো এই ছবি: The Angel। আশরাফ মারওয়ান একজন মিশরীয় সরকারি অফিসার যে প্রেসিডেন্ট আনওয়ার সাদাতের সাথে কাজ করতো। সিনেমাটি আশরাফ মারওয়ানকে নিয়ে বানানো যার আরেক পরিচয় ছিল যে সে ইজরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতো। ইজরাইলের হয়ে গোয়েন্দাগিরি করতো আশরাফ। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য মোসাদকে সে দিত যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ১৯৭৩ সালের Yom Kippur যুদ্ধের ওপর অনেক তথ্য। মিশর সেনাবাহীনি কিভাবে, কবে, কখন ইজরাইলকে আক্রমন করবে সবকিছুই আগেভাবে মোসাদকে সে জানিয়ে দিত। আশরাফের কোড নাম ছিল "The Angel"। মোসাদ তাকে এই নামেই ডাকতো। এই নামই সিনেমাটি বানানো হয়।
ছবিটি বেশ ভালো লেগেছে আমার। আমি দেব ৯.৫/১০।
https://www.youtube.com/watch?v=z0q2WbXQWbw
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ রিনকু 1977 - Netflix তো পে-চ্যানেল । আপনি কিভাবে দেখেন ?
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
রিনকু১৯৭৭ বলেছেন: আমি পে করেই দেখি। আমেরিকায় মেম্বারশীপ হয়ে দেখতে হয়।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: রিভিউ টা আমার মনের মতো হয়নি।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯
সুমন কর বলেছেন: আইএমডিবি ৬.৭ !!
৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
লিস্ট করে নিলাম
৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: দেখব ভাবছি।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
হাসান মাহবুব বলেছেন: সিনেমাটার কথা শুনছি বেশ। দেখবো।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখবো নাকি