নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
হলিউডের বাইরেও যে অনেক দেশে যে চমৎকার চমৎকার সিনেমা হয় সে সম্পর্কে জানা থাকলেও সেসব দেশের সিনেমা ওতো দেখা হয়ে উঠে না। Nueve Reinas সেরকমই একটি সিনেমা। এটি ২০০০ সালের আর্জেন্টিনার একটি সিনেমা যা দেখে আমি সত্যিই মজা পেয়েছি। সিনেমাটি দু'দিন আগে দেখেছি ইউটউবে।
এটি স্প্যনীশ ভাষার সিনেমা তবে ইংরেজিতে সাব-টাইটেল দেওয়া আছে।
বিশ্বকাপ চলাকালিন সময়ে সিনেমা তেমন খুব একটা দেখা হয় নি। আসলে সময়েও পাইনি। এমনিতে বিশ্বকাপের আমেজ চারিদিক, আমিও রাত জেগে খেলা দেখি। ১টা খেলা ছাড়া আমার সব খেলাই দেখা হয়েছে। এরজন্য সিনেমা আর দেখে উঠতে পারিনি, মাত্র কয়েকটি সিনেমা দেখেছি গত ২০--২৫ দিন।
যাই হোক, Nueve Reinas সিনেমাটি হলো দুইজন Con Artist-কে নিয়ে। একজন আরেকজনার সাথে পরিচয় হয় এবং তারা খুব তাড়াতাড়ি টাকা বানাতে চায় পল্টিবাজি করে। তাদের নানা ধরনের পল্টিবাজি কাজকর্ম দেখানো হয় কিভাবে তারা মানুষদের ধোকা দেয়। একেকটা মজার মজার ঘটনা এতো সুন্দর করে দেখানো হয় একটা সময় মনে হচ্ছিলো আমি হলিউডের ভালো কোনো ডিরেক্টরের সিনেমা দেখছি। অসাধারন ছিল সিনেমার ক্যারাক্টারগুলো।
আমি ৯.৫ দেব ১০ এ। আপনাদের সময় থাকলে দেখতে পারেন। আমি লিন্কটা দিলাম।
২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: মুভিটা দেখি নাই।
এত এত মুভি জমে আছে। অথচ সময় চলে যাচ্ছে।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
হাসান রাজু বলেছেন: সিনেমাটা অসাধারণ । বিশেষ করে শেষের অংশ । ও বোনের ক্যারেক্টারটা ।