নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
কোয়ার্টার ফাইনাল খেলা ১৯৯০ সালের বিশ্বকাপ থেকে আমি দেখে আসছি তবে বেলজিয়াম বনাম ব্রাজিলের মধ্যে এবারের বিশ্বকাপে যে খেলাটি হলো আমি মনে করি এই খেলাটাই ছিল সেরা খেলার মধ্যে একটি। অসাধারণ একটা ম্যাচ প্রতিটি মূহুর্তে উপভোগ করেছিলাম। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি খেলা সেরা কেলা হিসেবে গন্য হবে যেমন টা বেলজিয়াম বনাম জাপানের খেলাটা ছিল ঠিক সেইরকমই ব্রাজিল--বেলজিয়ামের খেলাটাও সেরার সেরা।
ব্রাজিল প্রথম থেকেই আক্রমনাত্মক খেলা শুরু করেছিল। গোলপোস্টের ভেতরে তাদের বল ঢুকছিলনা এটা তাদের জন্য দূর্ভাগ্য। ব্রাজিলের জন্য দুঃসংবাদ ছিল কেসিমেরোকে না খেলাতে পেরে। দুইবার হলুদ কার্ড পাওয়াতে তাকে এই খেলা থেকে বিরত থাকতে হয়েছিল তাকে। তবে বেলজিয়ামের ডিফেন্স ছিল পাহাড়ের মতো মজবুত। কোনভাবেই ব্রাজিলিয়ানরা অনুপ্রবেশ করতে পারছিলোনা। যে কয়বারই তারা সুযোগ পেয়েছিলো বেলজিয়ানরা নিখুতভাবে বল ট্যাকাল করেছিল। আবার বল ট্যাকলিং এতই নিখুত ছিল যে যাতে ব্রাজিলিয়ানদের পেনাল্টি না দিয়ে দেয় সেই দিকেও নজর রাখছিল। সত্যিই অসাধারন এরকম ক্লিন ফুটবল খেলার জন্য।
ব্রাজিল এবারের বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনাল খেলেই বিদায় নিলো তবে তারা ভালো একটি খেলা খেলে বিদায় নিয়েছে। তারা বেশ ভালো খেলে হেরেছে। আমি আশা করবো তাদের কোচ টিটে ব্রাজিল দলেই থাকুক কোচ হিসেবে কারণ তার কোনো দোষ ছিল না। তার ট্যাকটিক্স বরংচো আমার কাছে ভালোই লেগেছে।
২| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৩
হাঙ্গামা বলেছেন: বেলজিয়ামের খেলা দেখে মনে হইছিলো পাড়ার ফুটবল।
ব্রাজিলের হাতে এক হালি খাওয়া দরকার ছিলো।
৫০ মিনিটের পর বেলজিয়াম ২/৩ টির বেশি আক্রমনই করতে পারে নাই।
এই খেলা ফ্রান্সের সাথে খেললে হাফ ডজন নিশ্চিত। লিখে রাখেন।
৩| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: এবার বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ।
৪| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪
কিশোর মাইনু বলেছেন: দিন শেষে যারা ভুল কম করে তারাই জেতে।
ব্রাজিল বেলজিয়ামের থেকে সুন্দর খেললেও তাদের ভুলের পরিমাণ বেলজিয়ামের থেকে বেশী ছিল।তাই হারতে হল।
বেলজিয়ামকে শুভকামনা।দেখা যাক তারা ফাইনাল খেলতে পারে কিনা।
ব্রাজিলের এইবারের টিমটা সেরা একটা টিম।কিন্তু ব্যাড লাক।আশা করি পরের বিশ্বকাপে সেইম দল ও কোচ নিয়ে তারা আরো সুন্দর খেলা উপহার দিয়ে হেক্সা মিশন ফুলফিল করবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৩
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন