নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
২০১৮ সালের প্রথম সিনেমা রিভিউ লিখছি আজকে। মজার একটা সিনেমার ওপর রিভিউ লিখেই শুরু করছি ২০১৮ সালের লেখালিখি। মজার একটা সিনেমা উপভোগ করলাম যার নাম Free Fire। এক কথায় জটিল একটা সিনেমা। খুব সাধারণ একটা কাহীনিকে কিভাবে অসাধারণ করতে হয় সেটা সিনেমার পরিচালক যেমন জানেন ঠিক যারা অভিনয় করেছেন এই সিনেমায় তারাও জানেন। Ben Wheatley পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছে: Armie Hammer, Brie Larson ও Cillian Murphy। Brie Larson যে দূর্দান্ত অভিনয় করতে সক্ষম সেটা আমরা তার অভিনীত ২০১৫ সালের Room ছবিতেই দেখিছি যেটার জন্য সে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরীতে অস্কারও পেয়েছিলেন।
খুব সাধারণ গল্প। দুই পক্ষের মধ্যে লেনদেন চলছে। বিশাল বড় একটা গুদামঘর। একদল অস্ত্র বেচবে আরেক দল অস্ত্র কিনবে। এক পর্যায়ে দুই দলের মধ্যে কথাকাটাকাটি লেগে যায় এবং যার ফলে তারা শেষমেষ মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। ইচ্ছে মতো একে অন্যকে গুলি করতে থাকে।
পুরো ছবিটা এ্যাকশনে ভরপূর। আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ধরনের সিনেমা ব্লকবাস্টার সিনেমাস বা সিনেপ্লেক্স যে কেনো আনে না সেটা বুঝি না। আমি ১০/১০ দিব এই সিনেমাকে। আপনারা বেশী দেরী না করে সিনেমাটি আজই দেখে ফেলুন। সিনেমা দেখুন ও ভালো থাকুন।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬
রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ। আচ্ছা, আমি জানাবো সেরকম সিনেমা সম্পর্কে।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: মুভিটি আমি দেখেছি।
সুন্দর রিভিউ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
হাসান রাজু বলেছেন: রিভিউটা আরেকটু বড় হলে ভালো হত । তারপর ও ইচ্ছে হচ্ছে দেখে নেয়ার । দেখব, কিন্তু ভাল না লাগলে আপনার খবর আছে ।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭
রিনকু১৯৭৭ বলেছেন: আশা করি আমার খবর হবেনা। আপনার ভালই লাগবে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৬
জাহিদ অনিক বলেছেন:
ছোটখাট রিভিউ ভাল হয়েছে।
দেখি আজ রাতেই দেখে ফেলতে পারি।
A Million Ways to Die in the West এই ধরনের কিছু কমেডি মুভি সাজেস্ট করলে কৃতজ্ঞ থাকতাম?
ধন্যবাদ।