নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আজকে সাভারে গিয়ে হাটাহাটি করলাম। বাসগুলো এমনভাবে চলে মনে হয় ড্রাইভাররা পারলে রাস্তার মানুষদের গা ঘেষে চালায়। আরিচা রাস্তায় হাটাহাটি খুবই ঝুকিপূর্ণ। বেশিক্ষণ হাটাহাটি করি নাই। ইচ্ছে ছিল নবীনগর থেকে আশুলিয়া পর্যন্ত হেটেহেটে আসবো। হালকা বৃষ্টি হচ্ছিল আর আবহাওয়া তেমন ভালো ছিল না। আসলে না গিয়েও পারছিলাম না। না হাটতে পারলে মনটা খিটখিটে হয়ে যেত। তাই বৃষ্টি হওয়া সত্বেও বের হয়ে পড়েছিলাম হাটাহাটির উদ্দেশ্যে। উত্তরার আবদুল্লাহপুর থেকে বাসে উঠে নবীনগর আসলাম। জাতীয় স্মৃতিসৌধের সামনে গেলাম। আজকে বন্ধ ছিল। দূর থেকেই ছবি তুললাম বেশ কয়েকটা। এরপর শুরু হলো হাটাহাটি। হাটাহাটির পর ওখানে পর্যটনের টয়লেটে গেলাম। ৫টাকার বিনিময়ে ছোট টয়লেটটা সেরে আবার বাসে উঠে উত্তরা চলে আসলাম।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: বাসের রাস্তায় হাটাহাটি সত্যিই বিপদ জনক
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩
শামচুল হক বলেছেন: চমৎকার হাঁটাহাটি
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: সাভারে হাটাহাটি করার কি দরকার? নিজের বাসায় ছাদেই তো হাটাহাতি করতে পারেন।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
সবুজের ইবনে বতুতা বলেছেন: পয়তাল্লিশ বছর হলো বিজিত হলাম
অনেক পথ পেরিয়ে এলাম
অনেক অর্জন অনেক ডেরা
সব মিলিয়ে ধকল প্যারা।