নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
ক্রিকেট খেলা ছোটবেলা থেকেই পছন্দ করতাম। যতদিন ক্রিকেট খেলেছি সবসময়ই আমি ওপেনিং বলার হিসেবে ছিলাম। ফাস্ট বলাররা কে কত স্টেপ নিয়ে রানিং করে সেটা খুব খেয়াল করতাম। আমিও সেই কয়টা স্টেপ নিয়ে রানিং করতাম। দক্ষিন আফ্রিকার এ্যালান ডোনাল্ডের বলিং এ্যাকশানটা দেখার মতো ছিল। পারফেক্ট ফাস্ট বলার যাকে বলে সেটা ডোনাল্ডই ছিল। সেই এ্যালান ডোনাল্ডের মতো জেনুইন ফাস্ট বলার এখন দেখিনা। এখনকার দিনে ফাস্ট বলারদের আর ফাস্ট বলার বলা চলে না। এরা মিডিয়াম পেসার। ৩--৪জন অবশ্য ব্যতিক্রম।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২০
দিকভ্রান্ত এক পথিক বলেছেন: ভিডিও তো প্লে হয় না!