নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটে আন্ডারডগ কেনিয়া ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৯৩ রানে অল আউট করিয়ে যে ম্যাচ জিতেছিল সেটি ছিল একটি দেখার মতো ম্যাচ। সেই সময় প্রতিদিনই বলতে গেলে আমার ক্রিকেট খেলা হতো। বিশ্বকাপ চলাকালীন সময়ে একবার একটা ম্যাচ খেললাম। আমি ৪ ওভারে ১৬ রানে ৪টা উইকেট পেলাম। কথাটা জাস্ট বললাম।
যে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিল রিচি রিচার্ডসন, ব্রায়ান লারা, চান্দারপল ও আর্থারটনের মতো দূর্দান্ত একেকজন ব্যাটসম্যান সে দল যে এইভাবে কেনিয়ার মতো দলের কাছে হার মানবে সেটা ঐ সময় কেউ কল্পনাই করতে পারি নাই। তবে আফসোসের কথা হলো কেনিয়া বাংলাদেশের আগে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও পরবর্তীতে সেই মান ধরে রাখতে পারি নাই। এতোদিনে তাদের আরো বিশ্বকাপ খেলা উচিত ছিল ও টেস্ট স্ট্যাটাসও পাওয়া উচিত ছিল।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৭ সকাল ১০:১৪
বরিষ ধারা বলেছেন: কেনিয়াকে টেস্ট স্ট্যাটাস দিলে আইসিসির কোন লাভ হতনা। এরা ফান্ড প্রভাইড করতে পারত না। আইসিসি চায় ক্রিকেটকে এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কেন্দ্রীভূত করে রাখতে। তাই আফগানিস্তান-নেপালের মত টিমকে প্রোমট করার জন্য উঠে পড়ে লেগেছে।