নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
পর্ব--১
সেই ১৯৯২ সালের কথা। বাংলাদেশ জাতীয় দলের সাথে SAARC চার-দেশীয় টুর্নামেন্ট খেলতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার "A" দল বাংলাদেশে এসছিল। ঐ তিন দেশের "A" দলের সাথে বাংলাদেশের জাতীয় দল খেলবে। খেলা হবে গ্রীন টার্ফ পীচের ওপর। আমরা সেটাতেই মহা খুশি ছিলাম। প্রথম ম্যাচে বাংলাদেশ সাফল্যের সাথে ৭ উইকেটে শ্রীলঙ্কাকে হারায় দেয়। এখনো মনে পরে গোলাম নওশের আর সাইফুলের বলিংয়ের প্রশংসা তার পরের দিন স্কুলের ফ্রেন্ডদের সাথে করেছিলাম। সাইফুল ২৩ রানে ৩ উইকেট পেয়েছিল। তার বলিং দেখে খুবই অনুপ্রাণিত হয়েছিলাম।
সামনে স্মৃতিচারণের কথা আরো লিখবো, ইনশা-আল্লাহ।
©somewhere in net ltd.