নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
এখন ব্যাপারটি একেবারে শখ থেকে নেশায় পরিণত হয়েছে। এটি ছাড়া এখন থাকতেই পারিনা। আমি এখন যে কথাটি বলবো সেটি নিয়ে সেই ফেব্রুয়ারী মাসেই একটা ব্লগ লিখেছিলাম। সেটি হচ্ছে আমি যখন হাটাহাটি করি তখন আমার স্মার্ট ফোনের একটি এ্যাপস, যার নাম এ্যান্ডোমোন্ডো, সেটি অন করে হাটাহাটি শুরু করি। যার ফলে হয় কি, আমি যেসব জায়গায় হাটছি সেসব জায়গার ম্যাপ রেকর্ড হয়ে যায়। পরবর্তিতে যখন হাটা শেষ হয় তখন আমি ম্যাপ আকারে দেখতে পাই যেসব জায়গায় আমি হাটলাম। এই এ্যাপস এ শুধু ম্যাপই ট্র্যাক করেনা, আমি কতক্ষণ হাটলাম, কত ক্যালরী ক্ষয় করলাম সব ধরনের তথ্য পেয়ে যাই। মাঝেমাঝে হাটার সময় হরেক রকমের ছবি তুলার চেষ্টা করি। হাটাহাটির সময় আবার অনেক ধরনের ঘটনা বা দৃশ্য দেখার সৌভাগ্য হয়। যেমন আজকে হাটা শুরু করলাম উত্তরা সেক্টর ৭ থেকে। হাটতে হাটতে টঙ্গী পর্যন্ত আসলাম। তুরাগ নদীর যে করুন অবস্থা সেটা দেখে বেশ নিরাশ হলাম। নদীর পানিটা একেবারে কুচকুচে কালো। দেশে জনসংখ্যা কমতো তাই হয়তো দেখার কেউ নেই। এরপর ইজতেমা মাঠ পার হয়ে উত্তরার কামারপাড়া পর্যন্ত আসলাম। সেখানে উত্তরা ১০ং জামে মসজিদে এসে যোহর নামাযটা পড়ে নিলাম। কোন কোন জায়গায় হাটলাম সেটার প্রমাণ ম্যাপ আকারে পেয়ে যাওয়াটা আমার কাছে ভালো লাগে। এই হাটাহাটির ফলে বড় যে কাজটি হয় সেটি হলো আমার ফিটনেসটা ঠিক থাকে। ফিটনেস ঠিক রাখার জন্য হাটাহাটি খুব ভালো একটি কাজ সেটা আমরা সবাই জানি। সেই দিক থেকে চিন্তা করলে হাটাহাটি করার ফলে আমি ম্যাপও পেলাম ও একই সাথে ফিটনেসের কাজটাও হয়ে গেলো। গতকাল টানা হেটে ছিলাম দেড় ঘন্টা। আজকে হাটলাম ১ ঘন্টা ৮ মিনিট।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২
মানিজার বলেছেন: ওয়েল ওয়েল ওয়েল
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
বর্ষন হোমস বলেছেন: ভাই এই জিনিস কিভাবে নেশায় পরিণত হয়।অত্যন্ত হাস্যকর ব্যাপার যে এটা নেশা হয়ে গেছে।
আচ্ছা আপনি প্রতিদিন এক জায়গা দিয়েই হেটে যান আর এক জায়গারই ম্যাপবটা নেন।আর এই ম্যাপ দিয়ে হবে টা কি? যদি জায়গা টা না চিনতেন তাহলে একটা কথা ছিল।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
রিনকু১৯৭৭ বলেছেন: একই জায়গায় হাটি নাতো। একেক দিন একেক জায়গায়। যেমন একদিন ঢাকা মেডিকেল থেকে ফার্মেগেট পর্যন্ত হেটেছিলাম। এরকম আরো অনেক হাটাহাটি হয়েছে।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
বর্ষন হোমস বলেছেন: এভাভে হাটতে থাকলে আর কয়েকদিনের মাঝে আর কোন জায়গা বাকি থাকে কি???তারপর সেই এক জায়গায় হাটতে হবে।যদি মাঝে মাঝে হাটেন তাহলে অন্য কথা। কিন্তু নেশা বোধহয় প্রতিদিনইই করে।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
রিনকু১৯৭৭ বলেছেন: ঢাকা শহর শেষ হলে, যাবো অন্য জেলায়, এরপর হয়তো অন্য দেশ, ইনশা-আল্লাহ।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
রিনকু১৯৭৭ বলেছেন: আর এটা আমার নেশা। এটি প্রতিদিনই করি।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
কল্পদ্রুম বলেছেন: চমৎকার।এতদিনে তৃতীয় একজন মানুষের খোঁজ পেলাম যার কাছে হাঁটাহাঁটিও নেশার মত।আমি অবশ্য নেশা শব্দ ব্যবহার করবো না।কোন উদ্দেশ্য নিয়ে হাঁটা নয়,শুধু মাত্র হাঁটতে ভালো লাগে বলে হাঁটা।যদিও আমি আপনার মত ছবি তুলি না।ঢাকা শহরে এরকম হাঁটার অভিজ্ঞতা হয় নি।তবে আমাদের শহরটা ভিড়মুক্ত বলে উদ্দেশ্যহীন হাঁটতে অসাধারণ লাগে।শুভকামনা রইলো।
১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১১
রিনকু১৯৭৭ বলেছেন: আপনি কোন জায়গার ভাই।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
রাবেয়া রব্বানি বলেছেন: ভালো বুদ্ধি
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯
কল্পদ্রুম বলেছেন: খুলনা
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯
আহসানের ব্লগ বলেছেন: দেখুন বেশী হাটলে আবার বিপদ ।
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আগ্রহ। হাঁটাহাঁটি অভ্যাসটা চমৎকার একটি অভ্যাস ।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯
রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ...
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
অগ্নি সারথি বলেছেন: এপ নামাইতাসি খাড়ান। আর হ্যাঁ পোস্টের লাইগ্যা ধন্যবাদ।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮
রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ। এ্যাপস নামায় হাটা শুরু করেন। হয়তো একদিন রাস্তায় দেখা হয়ে যেতে পারে।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
এভারেস্টের দক্ষিণ দিক থেকে চুড়ায় উঠে, উত্তর দিক থেকে নামার ম্যাপটা আমার দরকার; আমার বয়স বেশী, আপনার উপর ভরসা করছি।