নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

The Baader Meinhof Complex----একটি চমৎকার জার্মান সিনেমা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০



The Baader Meinhof Complex সিনেমা কি আপনারা কেউ দেখেছেন? এখনো না দেখে থাকলে দেখে ফেলুন। খুব উপভোগ করবেন। সিনেমা বলতে আমরা হলিউড, বলিউডের কথা বলতেই বুঝি। এর বাইরেও বিভিন্ন দেশ বেশ চমৎকার চমৎকার সিনেমা বানায় যার খবর আমরা অনেকেই রাখিনা। এই খবর না রাখাটা আমি অবশ্য অজ্ঞতা বলবোনা কারণ হলিউড বা বলিউডের একেকটা সিনেমা যেভাবে প্রচার করা হয় সেরম প্রচারনা অন্যান্য দেশের সিনেমার বেলায় সেইভাবে হয়না। অন্যান্য দেশে প্রচুর ভালো ভালো সিনেমা তৈরি হয়। The Baader Meinhof Complex সিনেমা ঠিক সেরকমই একটা ছবি। অত্যন্ত অসাধারণ একটি জার্মান ছবি। আমার কাছে বেশ ভালো লেগেছে। জার্মান ভাষায় ছবিটি নির্মিত তবে সাব-টাইটেল সহ ডাউনলোড করা যায়।



২০০৮ সালে নির্মিত এই সিনেমার মূল কাহীনি নেওয়া হয়েছে জার্মান লেখক স্টেফান আউস্টের ১৯৮৫ সালের নন-ফিকশন বই থেকে যেই বইয়ের নামও ছিল The Baader Meinhof Complex। সত্য ঘটনার ওপর নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন: Moritz Bleibtreu, Martina Gedeck এবং Johanna Wokalek। সত্তুরের দশকে পশ্চিম জার্মানিতে, যেটা বর্তমানে শুধু জার্মানি, Red Army Fraction অথবা RAF নামে একটি বামপন্থী সন্ত্রাসী সংগঠন ছিল যারা সেই সময় ত্রাস সৃষ্টি করে বেরাতো গোটা পশ্চিম জার্মানিতে, সেই সংগঠনেরই কয়েকজনের কাহীনি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। Andreas Baader ও Ulrike Meinhof এর বিভিন্ন ধরনের কর্মকান্ড তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

ছবিটি দেখুন আর উপভোগ করুন। সিনেমাটি Oscar এ Best Foreign Language Film ক্যাটাগরীতে নমিনেশন পেয়েছিল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

হাইজেনবার্গ ০৬ বলেছেন: দেখছি , ভালো মুভি

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০

আমিই মিসির আলী বলেছেন: দেখিতে হবে।
এবং অবশ্যই দেখিয়া ফেলিবো।
এক্ষেত্রে আপনি একটা ধন্যবাদ পাবেন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

অশ্রুকারিগর বলেছেন: আরেকটু লিখলে ভালো হত। এখনো বুঝতে পারলাম না দেখা উচিত কি না। তবে নামটা যেহেতু জেনে রাখলাম তাই একটু গুগলিং করে পরে সিদ্ধান্ত নেব দেখা উচিত কিনা।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

কলিন রড্রিক বলেছেন: আশা করি, দেখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.