নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Echelon Conspiracy---ম্যুভি রিভিউ

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০০



Echelon Conspiracy সিনেমাটি বেশ অনেকদিন আগেই ডাউনলোড করে রেখেছিলাম। দেখবো দেখবো করে আর দেখাই হচ্ছিলনা। অবশেষে দু'দিন আগে দেখে ফেললাম ছবিটি। ২০০৯ সালের ছবি যা Greg Marcks এর পরিচালনায় নির্মিত সিনেমা Echelon Conspiracy মূলত Spy সন্ক্রান্ত ছবি। ছবিটিতে অভিনয় করেছে: Shane West, Edward Burns, Ving Rhames, Martin Sheen, Jonathan Pryce, এবং Tamara Feldman। আমার কাছে ছবিটি মোটামুটি ভালোই লেগেছে। মোটামুটি এই জন্য বললাম যে ছবিটিকে আরো ভালো করা যেতে পারতো। কিছু কিছু জায়গায় বেশ খাপছাড়া লেগেছে। সিনেমাটি মূলত একজন আমেরিকান কম্পিউটার ইন্জ্ঞিনিয়ার ম্যাক্সকে নিয়ে যে কিনা রহস্যজনকভাবে একটি মোবাইল ফোন উপহার পায় যেখানে সে নানা ধরনের SMS পেতে থাকে। তাকে কখন কি করতে হবে না করতে হবে সব ধরনের নির্দেশনা আসতে থাকে SMS এ।



ম্যাক্সকে কে বা কারা যেন সারাটাক্ষণ পর্যবেক্ষণ করছে। এভাবেই চলতে থাকে কাহিনীটি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি হলো যে, সব ছেড়ে ম্যাক্সকে কেনো বেছে নেওয়া হলো বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করার জন্য সেটা পরিষ্কার নয়। তবে সিনেমাটি আমেরিকার গোয়েন্দা সংস্থা NSAর কার্যক্রম কেমন, প্রতিটি লোকের ওপর যে তারা গোয়েন্দাগিরি করে, কে কি করছে, কে কি বলছে, কে কোথায় যাচ্ছে সেগুলো যে NSA ওত পেতে দেখে সেটাই সিনেমায় তুলে ধরা হয়েছে। আমি ৭.৫ দেব ১০ এ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.