নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
গত প্রায় দু'সপ্তাহ ধরে বিভিন্ন পত্রিকায় প্রধান খবর হিসেবে খুব ভালোভাবে স্থান করে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের টাকা পাচারের ঘটনাগুলো। যথারীতি দেশের সব বাঘা বাঘা সাংবাদিকরা উঠে পড়ে লেগেছে ঘটনা উদঘাটনের জন্য সেটা দেখে বেশ ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি হয়েছে না হয়েছে সেসব বাড়েবাড়ে বলেতো আর লাভ নাই কারণ ইতোমধ্যে সবাই ঘটনাগুলো জানে। এখনো তদন্ত চলছে বাংলাদেশ ও ফিলিপাইনস দুই দেশেই। এতো টাকা কিভাবে গেলো সেটার জবাবদিহিতা সবাইকেই দিতে হবে কারণ এটা কারোর নিজের টাকা নয়। এটি এই দেশের খেটে খাওয়া মানুষের টাকা। নাকি!! এখানেও দ্বিমত আছে!!! যা হবারতো হয়েই গিয়েছে এখন আমাদের টাকা কি আদৌ ফেরৎ আসবে? ও! হ্যাঁ! তথ্যপ্রযুক্তিবীদ জোহা কোথায়? দেশ ভ্রমণে বেড়িয়েছে নাকি? একটা তরতাজা লোক হঠাৎ করে alien abduction এর মতো abduct হয়ে যাবে এটা কি আমরা X-Files টিভি সিরিজ দেখছি নাকি? প্রায় ১৭-১৮ কোটি দেশের জনসংখ্যার ভেতর বাংলাদেশ ব্যাংকের মাত্র ১০ জন কর্মকর্তার যোগাযোগ করার সুযোগ আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের সাথে। এই ১০জন কে কি এখনো ধরতে পারছেনা নাকি ওরাও ভ্রমণে বেড়িয়েছে? শুনলাম বাংলাদেশ ব্যাংকের ওই ১০ কর্মকর্তাকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। কঠোর নজরদারি বলতে কি বোঝাচ্ছে যে তারা ঠিকভাবে টয়লেটে যেতে পারছে কিনা, খাওয়া দাওয়া করতে পারছে কিনা, অন্যের সাথে যোগাযোগ করতে পারছে কিনা, এসব!!!! পাশাপাশি রিজার্ভ সংরক্ষণকাজে জড়িত আরো কয়েকজন কর্মকর্তার গতিবিধিতেও লক্ষ রাখা হচ্ছে। দারুন কথা! তারা কতো কিলোমিটার/আওয়ারে হাটাহাটি করে সে গতির কথা বলা হচ্ছে নাকি? দেখা যাবে বেশ কয়েকদিন এই ঘটনা নিয়ে আমরা অনেক নাচানাচি করে মুখে ফ্যানা তুলে ফেলবো এর পরেই দেখা যাবে আরেটা চমৎকার ঘটনা ঘটলে তখন ঐ ঘটনা জানার জন্য মুখে ফ্যানা তুলবো।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯
সাইবার সোহেল বলেছেন: ভাইজান রিজার্ভের টাকার কথা আপাতত বাদ দেন রিজার্ভের সোনা ঠিক আছে না সেটাও গেছে সেই খবরটা আগে নেন।