নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
১৯৯১ সালের কথা। তখন বয়স আমার ১৪। সেই সময় চরম পর্যায়ে New Kids on the Block ব্যান্ডের ফ্যান ছিলাম। নিজে ভেবেছিলাম একটা ব্যান্ড দল করবো। সেটা আর হয়নি। এরপর ১৯৯৪ সালে ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম একটা ব্যান্ড দল করেই ছাড়বো। সেবারও হয়নি। ২০০২ সালের দিকে Mozart, Beethovan এর classical music প্রচুর শুনতাম। স্বপ্ন দেখতাম যদি কোন Orchestra দলের Conductor হতে পারতাম! সেবারও কিছুই হয়নি। এরপর অনেক ঘটনা ঘটে গিয়েছে। এখন ২০১৬ সাল। ভাবছি ২৫ বছর আগে যেটা নিয়ে খুব স্বপ্ন দেখতাম সেটাকে বাস্তবে পরিণত করেই ছাড়বো, ইনশা-আল্লাহ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল।
শুরু করুন।