নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

শিশু হত্যা প্রসঙ্গে।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৭

আমি সাধারণত সিনেমা নিয়ে ব্লগ লিখে থাকি এবং সেটা লিখছি ইদানীং বেশ কিছুদিন থেকে। তবে আজকে একটা বিষয় নিয়ে লিখতে চাচ্ছি যেটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। সমাজে যেভাবে শিশু হত্যা বেড়ে যাচ্ছে সেটা খুবই চিন্তার বিষয়। রাজন হত্যা, রাকীব হত্যা, হবিগঞ্জের চার শিশু হত্যা ও সর্বশেষ বনশ্রীতে দুই ভাইবোনের হত্যা আমাকে বেশ চিন্তার ভেতর ফেলেছে যে সমাজটা আসলে যাচ্ছেটা কোথায়। নৈতিক অবনতি কি এতটাই হয়েছে যে সেটা শিশুদের ওপরই মেটাতে হবে? আমরা কি কিছুই করতে পারিনা? এর প্রতিকার যদি না হয় তাহলে এসব ভয়ানক হত্যা বাড়তেই থাকবে দিনকে দিন। আমাদের আজই সচেতন হতে হবে। যারা এসব হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বসাধারনের সামনে দিতে হবে যাতে সবার ভেতর টনক নড়ে। আজ এসব নিয়ে দুটি কথা বলবো।

গত কয়েকদিনে পত্রিকাগুলোতে বেশ কয়েকটি চান্চ্ঞল্যকর ঘটনা পড়লাম। সবক'টিই শিশু হত্যা সঙ্ক্রান্ত। এর মধ্যে আলোচিত হলো হবিগঞ্জের চার শিশু হত্যা ও সর্বশেষ রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু। দু'দিন আগে দুই ভাইবোনের মৃত্যু রহস্যজনক বলা হলেও তা (মার্চ ৩) আজ জানা গিয়েছে যে এই ন্যাক্কারজনক হত্যার পিছনে সয়ং মা নিজেই জড়িত। মা তার ছেলে মেয়েকে নির্মমভাবে খুন করে। সমাজে যা ঘটছে তা তে আর বলার অপেক্ষা থাকেনা যে নৈতিক অবক্ষয়ের কারণেই আজ এমনটি হচ্ছে। সমাজটা আজ এমন হয়ে গিয়েছে যে সব ঝামেলা, সব আক্রোশ, সব অন্যায়, সব ক্ষোভের পৈশাচিকভাবে স্বীকার হতে হচ্ছে ছোট ছোট কোমলমতি শিশুদের অথচ তাদের কোন দোষই নেই। গত বুধবার (০২ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কয়েকটি শিশু হত্যার ঘটনা ঘটেছে। যেগুলো হৃদয় বিদারক, পৈশাচিক। আমরা মনে করি এগুলো যারা করেছে, তারা অমানুষ, পশুর চেয়ে অধম। অনেকেই লেখালেখি করে খুব আফসোস দেখাচ্ছে, কষ্ট পাচ্ছে, চোখ থেকে পানি ফেলছে কিন্তু কেউ এটা কেন বলছেনা যে সমাজে যখন ধর্মীয় অনুভূতি থাকবেনা, ধর্মীয় অনুভূতি উঠে যাবে, সেটা যে ধর্মেরই হোক না কেন, তখন সমাজে এসব বেদনাদায়ক, হ্রদয় বিদারক, ন্যাক্কারজনক ঘটনা ঘটতেই থাকবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: মর্মান্তিক।

২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪

ঢাকাবাসী বলেছেন: মূলত শাস্তি হয়না বলেই এই অপরাধ বাড়ছে। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.