নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
Room সিনেমাটি দেখলাম। খুব সাধারণ একটা গল্পকে কি সুন্দর অভিনয়ের মাধ্যমে অসাধারণ একটা সিনেমায় রুপান্তরিত করা যায় সেটা এই ছবিটি দেখলেই বোঝা যায়। পুরো সিনেমাটিই ছিল কষ্ট ও আবেগে ভরা। সিনেমাটি দেখছিলাম আর বেশ আবেগে-আপ্লুত হয়ে যাচ্ছিলাম। মনোযোগ দিয়ে কোন কিছু শোনা বা দেখা যাকে বলে ঠিক সেরকম। Lenny Abrahamson এর পরিচালিত সিনেমা Room আমি মনে করি শুধু ২০১৫ সালের নয়, গত ২০ বছরের সেরা ১০টি ছবির তালিকা যদি করা হয় তাহলে আমার লিস্টে প্রথমসারির দিকেই এই সিনেমার নাম উল্লেখ থাকবে। হ্রদয়-স্পর্শ করা কাহীনিটি হলো ছোট্ট একটা ঘর, যে ঘরে এক মা ও তার পাঁচ বছরের ছেলেকে এক নরপশু আটকিয়ে রাখে। ছেলেটির মাকে অপহরণ করে নিয়ে সে ঘরে আটকিয়ে রেখে নির্যাতন করতো ও যারই ফলপ্রসু সেই বাচ্চা ছেলেটি। বাচ্চা ছেলেটির দুনিয়া সম্পর্কে কোন ধারনাই নেই। কখনো সে বাইরের আলো দেখেনি। কিভাবে তারা সেখান থেকে বের হয় ও কিভাবে ছেলেটি বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় সেটা নিয়েই সিনেমাটি। অভিনেত্রী ব্রি লারসনের এই প্রথম ছবি আমি দেখলাম। দুর্দান্ত
অভিনয় করেছে সে। বলার অপেক্ষা রাখেনা যে সে ইতোমধ্যে সেরা অভিনেত্রী ক্যাটাগরীতে জিতে নিয়েছে BAFTA Award, Critic's Choice Award, Golden Globe Award, এবং the Screen Actors Guild Award। যা মনে হচ্ছে সে Academy Award টাও জিতে নেবে। দেখা যাক!
আর শিশু চরিত্রে অভিনয় করা Jacob Tremblay এর অভিনয় দক্ষতা ছিল দেখার মতো। বোঝা যাচ্ছে তার ভবিষ্যৎ ভালো। Stephen Rennicks এর সাউন্ডট্র্যাক ছিল অপূর্ব, অতুলনীয়, অসাধারণ। আমি ১০/১০ দেব এই ছবিকে। আপনারা না দেখে থাকলে আজই দেখে ফেলেন। কি আর আছে লাইফে? সিনেমা দেখার জন্য মাত্র ২ ঘন্টা সময় কি আপনাদের হবেনা বোধহয় ???
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
সুমন কর বলেছেন: রিভিউ ভালো হয়েছে। +।
মুভিটি ডাউনলোড করা হয়েছে। আশা করি, কিছু দিনের মধ্যে দেখে ফেলব।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
জ্যোস্নার ফুল বলেছেন: লাইফে কিছুই নাই, মুভি দেখা বাদে।
আমি ভাবছি ৭২০ পাবোনা, এখন দেখলাম, অনেক আগেই আসছে। আজকেই দেখব আশা রাখছি।
পোষ্ট এর জন্য ধন্যবাদ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
রিনকু১৯৭৭ বলেছেন: আসলেইতো, কিই আর আছে লাইফে?
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
এম.এ.জি তালুকদার বলেছেন: পুরাতন হলেও একটা দেশীয় ছবি নিয়ে লেখেন,প্লিজ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ। জ্বী, অবশ্যই লিখবো।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: সুযোগ পেলে দেখবো।
+++++