নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
সিনেমার সাউন্ডট্র্ব্যাকের ওপোর আমার কেমন যেন এক বিশেষ দূর্বলতা কাজ করে। ভালো কোন সাউন্ডট্র্ব্যাক হলে Youtube থেকে ডাউন্ডলোড করে সেটা সমানে শুনতে থাকি। অসাধারণ লাগে সাউন্ডট্র্ব্যাক। কোন ম্যুভির ভালো গল্পের সাথে যদি থাকে শোনার মতো সাউন্ডট্র্ব্যাক তাহলেতো কথাই নাই। ২০১৫ সালে অনেক সিনেমায় ভালো ভালো সাউন্ডট্র্ব্যাক হয়েছে। আমার কাছে সর্বকালের সেরা সিনেমা কম্পোজার হলেন Hans Zimmer। ওনার কোন সিনেমার সাউন্ডট্র্ব্যাক ২০১৫ সালে নেই। থাকলে অবশ্যই ওনারটা প্রথম সারির দিকে থাকতো। একটা ভিডিও তৈরী করেছি যেখানে ২০১৫ সালের সেরা ১৫টি সাউন্ডট্র্ব্যাক দেওয়া আছে। এটি সম্পূর্ণ আমার নিজের তৈরী করা ভিডিও তালিকা। আশা করি সবার ভালো লাগবে।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
একসময় ভাল মুভির সাউন্ডট্রাকগুলো টপচার্টে থাকতো, বিলবোর্ড চার্টেও থাকতো।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: পরে দেখবো..