নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
পরিচালক Ryan Kyle Coogler এর ছবি Creed ২০১৫ সালের অসাধারণ একটি সিনেমা। এই পরিচালকের এর আগেও একটি সিনেমা দেখেছিলাম Fruitvale Station যে সিনেমাটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। Fruitvale Station ম্যূভিতে নায়ক হিসেবে ছিল Michael B. Jordan যাকে এই Creed সিনেমাতেও নায়ক হিসেবে নেওয়া হয়েছে। Creed সিনেমাটি বিখ্যাত Rocky ফিল্মের সপ্তম পর্ব। যে Rocky সিনেমা করে ফিল্ম জগতে সারা ফেলেছিল Sylvester Stallone।
Rocky সিনেমার Rocky Balboa, যার চরিত্রে ছিলেন Sylvester Stallone, তার সবচেয়ে যে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন Apollo Creed, তার ছেলে Adonis Johnson Creed এর ভূমিকায় ছিল Michael B. Jordan এর চরিত্র। সিনেমায় দেখানো হয় কিভাবে Rocky Balboa Adonis Creed কে প্রশিক্ষণ দেয় ভালো বক্সার হওয়াতে। Adonis Creed ভালো একটি চাকুরি ছেড়ে নিজেকে কিভাবে একজন বক্সিং খেলোয়াড় হিসেবে গড়ে তুলবেন তা নিয়েই সিনেমাটির কাহীনি। আমার কাছে বেশ ভালো লেগেছে সিনেমাটি। খুব সাধারণ একটি গল্প নিয়ে ছবিটি বানানো যা কিনা ইতোমধ্যে অস্কারের জন্য মনোনিত হয়েছে। Sylvester Stallone মনোনিত হয়েছেন সেরা পার্শ্ব-অভিনেতার জন্যে। আশা করা যায় হয়তো উনিই জিতে নেবেন অস্কারটি তবে বলা যায় না! অন্যান্য যারা মনোনিত হয়েছেন পার্শ্ব-অভিনেতা ক্যাটাগরীতে তারাও বেশ দূর্দান্ত অভিনয় করেছেন। সে ব্যাপারে এখন আর কথা বলছিনা।
এই সিনেমাকে আমি ১০ এ ৯.৫ দেব। আপনারা যারা এখনো এই অত্যন্ত অসাধারণ সিনেমাটি দেখেননি আর বিলম্ব না করে আজই দেখে ফেলুন। নিশ্চিত বলতে পারি, সময় নষ্ট যাবেনা আপনাদের।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
নীল কপোট্রন বলেছেন: দারুণ রিভিউ!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার রিভিউ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
বিজন রয় বলেছেন: ভাল রিভিউ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
এম.এ.জি তালুকদার বলেছেন: জীবন বুঝলাম না বাস্তবে,সিনেমায় স্বরুপ খোজার সময় কই!!!!!!!
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
জ্যোস্নার ফুল বলেছেন: ওকে, নামাইতে দিলাম