নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
The Revenant সিনেমা দেখার পর শুধু এটাই মনে হয়েছে যে যারা Cinematographer হতে চান, Cinematography নিয়ে যাদের আগ্রহ, তাদের জন্য এই সিনেমা দেখা একেবারে ফরয। Cinematography নিয়ে A-Z যদি কিছু জানার থাকে তাহলে এই সিনেমা দেখলেই চলবে। এই সিনেমা যদি আমাদের হলে দেখাতও তাহলে অবশ্যই আমি এই সিনেমা বেশ কয়েকবার হলে গিয়ে দেখতাম শুধু Cinematography-র কারনেই। সিনেমার পরিচালক বা অভিনেতাদের নিয়ে আমরা সচরাচর কথা বলে থাকি কিন্তু আজকে এই সিনেমার যে Cinematography করেছেন তাকে নিয়েই কথা বলবো। Emmanuel Lubezki-র চমৎকার ও অবাক করে দেবার মতো ক্যামেরার কাজ এই সিনেমাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গিয়েছে। পরপর দু'বার অস্কার জেতা এই Cinematographer তৃতীয়বারের মতো অস্কার জেতার দাবি রাখে নিঃসন্দেহে। এর আগে Gravity ও Birdman এর জন্য তিনি অস্কার জিতেছিলেন।
অসাধারণ ক্যামেরার কাজের পাশাপাশি Leo Di Caprio এর অভিনয়ও ছিল চমৎকার। আমি খুবই নিরাশ হবো যদি এবারেও Leo Di Caprio শ্রেষ্ঠ অভিনেতার জন্য যদি অস্কার না জিতে। আমি মনে করি Di Caprio-র এটি অন্যতম একটি সেরা পারফরমেন্স। তার অভিনয় দেখে মনে হয়নি যে সে অভিনয় করছে। তার অভিনয় পুরোপুরই বাস্তব সম্মত মনে হয়েছে।
পরিচালক Alejandro Iñárritu-র কথা না বললেই নয়। কত বড় মাপের একজন পরিচালক সেটা এই সিনেমা দেখলেই বোঝা যাবে। আমি এই সিনেমাকে ১০/১০ দেবো।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
পাজল্ড ডক বলেছেন: কাহিনি, এনডিং সাদামাটা,অভিনয় এবং ক্যামেরার কাজ অসাধারণ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
অগ্নিপাখি বলেছেন: এখনো দেখা হয় নি। তবে লিও এর জন্য এবারের অস্কার - "দিস টাইম অর নেভার"। টারাণ্টিনোর "জ্যানগো আনচেইনড" এও কিন্তু নেতিবাচক চরিত্রে তার পারফরম্যান্স অসাধারণ ছিল।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
লিও কোড়াইয়া বলেছেন: অগ্নিপাখি বলেছেন: এখনো দেখা হয় নি। তবে লিও এর জন্য এবারের অস্কার - "দিস টাইম অর নেভার"। টারাণ্টিনোর "জ্যানগো আনচেইনড" এও কিন্তু নেতিবাচক চরিত্রে তার পারফরম্যান্স অসাধারণ ছিল।
Christoph Waltz এর থেকে কোন অংশেই লিওনার্ডোর অভিনয় খারাপ ছিল না। কিন্তু আফসোস, লিও নমিনেশনই পেল না সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে!
সিনেমাটি দেখবো ভালো প্রিন্ট আসলে। লিওনার্ডো আমার অলটাইম ফ্যাবরিট। Blood Diamond এর জন্য সেরা অভিনেতা এবং What's Eating Gilbert Grape এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার না পাওয়াটা আমার কাছে তার অভিনয় প্রতিভার প্রতি অবিচার বলে মনে হয়েছে (যেহেতু নমিনি ছিলেন)।
এই বছরের জন্য শুভ কামন।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
কামের কথা কন!! বলেছেন: এমন মুভি সম্পর্কে রিভিউ দিলেন যে কমেন্ট না করে পারলাম না।
এই মুভি নিয়ে "সামারি রিভিউ" দিয়েছেন। মুভির কাহিনী সাদামাটা কিন্তু "Cinematography" এর জন্য এক নিঃশ্বাস এ মুভি টি দেখে ফেলেছি। লিও এর এই মুভি টা পুরুস্কার এর ক্ষেত্রে টপ এ থাকবে বলে মনে করি।
এক কথায় অসাধারণ অভিনয় এবং অসাধারন "Cinematography"।
ভাল থাকবেন।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউয়ের জন্য ধন্যবাদ। শুভকামনা।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৯
নিঃসঙ্গ একাকী মানব বলেছেন: ভাই hollywood এর movie গুলা কোন site theke download করব?
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
রিনকু১৯৭৭ বলেছেন: kat.ph থেকে ডাউনলোড করতে পারেন
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
দুঃখ বিলাস বলেছেন: মুভিটি ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
সুমন কর বলেছেন: ছোট হলেও রিভিউ ভালো লিখেছেন। মুভিটি দেখা হয়ে গেছে এবং ভালো লেগেছে।
বাকিটা সময় বলে দেবে...