নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
সিনেমা পাগলদের জন্য সুসংবাদ। স্টার সিনেপ্লেক্সে গত ৩রা ডিসেম্বর থেকে ইউরোপিয়ান ফিল্ম ফেসটিভ্যাল শুরু হয়েছে যেখানে ইউরোপের ১৪ টি দেশের ছবি প্রদর্শিত হবে। সর্বমোট ১৫ টি সিনেমা দেখানো হবে যেটা আমি মনে করি সিনেমা পাগলদের জন্য খুবই বড় একটি সুসংবাদ। এই পর্যন্ত ৪টি সিনেমা দেখানো হয়ে গিয়েছে। এই প্রদর্শন চলবে ডিসেম্বর ১১ পর্যন্ত। যে কয়টি সিনেমা দেখানো হয়েছে সবই দেখা হয়েছে আমার এবং সব ক'টি সিনেমাই বেশ দেখার মতো। অসাধারণ সিনেমা ছিল ফ্রান্সের ছবি Attila Marcel। যুক্তরাজ্যের ছবি Paddington ও ছিল দেখার মতো একটি সিনেমা। আশা করছি সবকটি সিনেমাই দেখবো। আমি আশা করি আপনারাও এসে দেখে যাবেন চমৎকার এক একটি সিনেমা। সিনেমা দেখা মোটেও সময় নষ্ট নয়। আমরা অনেকেই আছি অযাথা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় নষ্ট করি। অযাথা এইভাবে জীবনের সময় নষ্ট না করে সিনেমা দেখলেই কিন্তু হয়। আসুন আপনি আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে এসব সিনেমা দেখতে।
©somewhere in net ltd.