নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
অবশেষে সময় বের করে মোস্তফা সারওয়ার ফারুকীর পিপড়া বিদ্যা সিনেমাটা দেখেই ফেললাম। দেখবো দেখবো করে দেখা হচ্ছিলো না। আজকেও দেখার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা যে করা ছিল সেটা কিন্তু নয়। ভাবলাম ছুটি আছে এখনই যদি না দেখি তাহলে আর হয়তো দেখাই হবেনা। সুতরাং সময় বের করে আজই দেখে ফেললাম। এবার ছবিটি সম্পর্কে কিছু কথা বলি। ছোট্টভাবে যদি ব্যাখ্যা দেই তাহলে আমাকে এইভাবে বলতে হবে যে এই ছবির মূল কাহিনী হলো এক মেয়ের আপত্তিকর ভিডিও তার ছেলে ফ্রেন্ডের মোবাইলে রাখা থাকে যে কিনা ভুলবশত সেটটা দোকানে ফেলে যায় আর সেটা এসে পরে আরেকজনার ওপর যার নাম মিঠু। মিঠুর সাথে কিভাবে যেন ঐ মেয়ের কানেকশন হয় এবং তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এটাই হলো মূল কাহিনী। এই গল্প নিয়েই পুরো সিনেমাটা এগুতে থাকে। ফোনের ভেতর যেসব ভিডিও সেগুলো পাবার জন্য ন্যায়-অন্যায়ভাবে যা করা লাগে মেয়েটি তাই করে। মিঠুও হয়েছে ধাপ্পাবাজ টাইপের এক ছেলে। মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু চিন্তা-ধারনা কুরুচিপূর্ণ। সিনেমায় অভিনয় করেছে নুর ইমরান মিঠু, ভারতের শিনা চৌহান, মুকিত জাকারিয়া সহ অনেকে। সিনেমা বলতে যে বিশাল বাহিনী নিয়ে অভিনয় করানো সেরকম কিছু ছিলনা। গোটা সিনেমাতেই মূল অভিনয় করতে হয়েছে নুর ইমরান মিঠু ও শিনা চৌহানকে। অন্যদের ভূমিকা ওত উল্লেখযোগ্য ছিলনা। সিনেমাটি আমার কাছে বেশ ভালই লেগেছে। খুব সহজ সরলভাবেই পরিচালক ফুটিয়ে তুলেছে কাহিনীটা। আমি ১০ এ ৮ দেব।
২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১
রিয়াদ আল সাহাফ বলেছেন: ফালতু একটা মুভি ছিলো।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭
কাঁঠাল পাতা বলেছেন: Finishing টা অসাধারণ ছিল