নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
২০১৫ সালের সিনেমা এভারেস্ট যখন স্টার সিনেপ্লেক্স এ দেখতে যাবো তখন বেশ আনন্দ লাগছিলো এই চিন্তা করে যে অসাধারণ একটা সিনেমা দেখে ব্লগে এর ওপর একটা রিভিউ লিখবো। কিন্তু এইভাবে যে হতাশ হতে হবে তা কল্পনাতেই ছিলনা। এভারেস্ট সিনেমা রিভিউ যেটা লেখার কথা পজিটিভলি সেটা বেশ নেগেটিভভাবেই এখন লিখতে হচ্ছে। ইউটিউবে যখন ট্রেইলার দেখলাম ভাবলাম দেখার মতো একটা সিনেমা হবে। আর ভাববই বা না কেন! এই সিনেমায় ভালো ভালো অনেক তারকারা আছে যেমন জেক জিলিনহল, জশ ব্রোলিন, কিরা নাইটলি, রবিন রাইট ইত্যাদি। সিনেপ্লেক্স এর নতুন হলের থ্রী ডির কোয়ালিটি ছিল অসাধারণ। আমি মনে করি শুধুমাত্র ভালো স্ক্রিপ্ট না হবার কারণে সিনেমাটি অত ভালো হয়নি। সার্বিকভাবে চিন্তা করলে আমি ১০ এ ৬ দিব।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
সাখাওয়াত সনেট বলেছেন: আমার একেবারেই বিরক্তিকর লেগেছে।। টাকা নষ্ট.... চরম বোরিং লেগেছে