নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
Citizen Kane ম্যুভিটা দেখবো দেখবো করে কখনই দেখা হয় নাই। তাই গতকাল, মানে ৩১এ জুলাই ২০১৫ তারিখে খুব কষ্টে সময় বের করলাম যে এই ম্যুভিটা দেখবো। সিনেমাটি দেখেই ছাড়বো এই প্রতিজ্ঞা করে অবশেষে দেখা শুরু করলাম। এক কথায়, কি অসাধারণ একটা সিনেমা এটি। সিনেমা পাগল হয়ে কিভাবে পারলাম এতোদিন এরকম চমৎকার একটি সিনেমা না দেখে থাকতে? যাই হউক, দেখা যে হয়েছে এবং দেখে উপভোগ যে করা হয়েছে সেটাই আসল কথা।
ম্যুভিটির গল্প নিয়ে কথা না বলাটাই ভাল কারণ এখনকার সময় যে কেউই ইচ্ছে করলে সিনেমাটি দেখে নিতে পারে ইন্টারনেটের মাধ্যমে অথবা বিভিন্ন সাইট থেকে গল্পটি পড়ে নিতে পারেন তাই একই জিনিষ বারেবারে না বলাটাই ভাল। আর আমি মনে করি গল্পটা বলে দিলে যারা এখনো সিনেমাটি দেখেননি তারা জেনে যাবেন ঘটনা না দেখেই। সুতরাং নিজেরা সিনেমাটি দেখে বুঝে নিন সিনেমাটির গল্প কিসের ওপর। আমি শুধু এতটুকুই বলবো যে এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করা Orson Welles এর অভিনয় ছিল এক কথায় অসাধারণ। ছবির পরিচালক Orson Welles নিজেই। গল্পটিও তার লেখা। দূর্দান্ত অভিনয় করেছিলেন তিনি।
১০ এ আমি ৯.৭ দেব এই ছবিকে। আপনারা যারা এখনও দেখেননি তারা যেন অবশ্যই দেখেন এই সিনেমাটি এটাই আশা করি।
©somewhere in net ltd.