নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
১০০টা বাঘ নিয়ে বিশ্ব বাঘ দিবস পালন করাটা বেশ বেমানান। আমাদের লজ্জা হওয়া উচিত। কিছুইতো করতে পারবোনা সুতরাং কেনো এই ধরনের দিন পালন করে আমরা আমাদের সময় নষ্ট করছি? ঐ দেখা যাবে সারাদিনে টুকটাক আলোচনা সভা হবে, প্রতিবাদ হবে, বাঘদের জন্য দু্ঃখ প্রকাশ হবে আর দিনের শেষে ঠিকই নাক ডেকে আমরা ঘুমাবো আর ঐ দিকে যত দিন যাবে তত বাঘের সংখ্যা আরো কমতে থাকবে।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
ছাসা ডোনার বলেছেন: কি ভাই!আপনার এত লজ্জা কেন? আপনি আমি সবাই যদি চুপ করে বসে থাকি তবে কোনদিন এই সমস্যার কথা চিন্তাও করবে না। আপনি সাহস দেওয়ার পরিবর্তে নিরুতসাহিত করেন। আপনার মত লোকদের কারনেই কেউ কোন ভাল চিন্তা করতেও পারবে না।