নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
তামিম ইকবাল বেশ পার পেয়ে যাচ্ছে! এমন কথাটাই আজ একজন বললেন। সব কিছুর একটা সীমা আছে। তামিম যতই একটার পর একটা নিম্নমানের খেলা উপহার দিয়ে যাচ্ছে ততই ক্রিকেট বোর্ডের সদস্যরা নির্বোধের মতো সেসোব "উপভোগ" করছে। এমন বোঝা দলে রেখে লাভ আছে? অতীতে আমরা অনেক ভালভাল খেলোয়াড়ের ওপর কেমন পর্যায়ে আচরণ হয় না পারফোর্ম করলে সেসব দেখিছি। অথচ শুধুমাত্র একজনের ভাতিজা হবার বদৌলতে সে দলে এখনো টিকে আছে। মেহরাব হোসেন ওপি, আশরাফুল, হাবিবুল বাশার, কতিপয় অনেক খেলোয়াড়কে দেখেছি যে তারা একটু ভাল না পারলেই একেবারে অপমান করে বের করে দেওয়া যাকে বলে সেসোব করা হতো। তামিম মেদ ভুড়ি নিয়ে এমন খারাপ খেলে বেশ পার পেয়ে যাচ্ছে।
২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫
মোহাম্মদ নুর উদ্দিন বলেছেন: ভালই বলেছেন !!!
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ