নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
[yt|https://www.youtube.com/watch?v=o55UrRbni50
ড্যানিয়েল ডে লুইস অভিনীত সিনেমা দি বক্সার ১৯৯৭ সালের একটি ফিল্ম। সত্যিকার অর্থে এটি অসাধারণ একটি সিনেমা। যারা দেখেছেন তারা নির্দ্বিধায় স্বীকার করবেন যে ড্যানিয়েল ডে লুইস এর এটি আরেকটি অসাধারণ পারফরমেন্স। আইরিশ পরিচালক জীম শেরিডেন ও ড্যানিয়েল ডে লুইস এর মধ্যে এটি তৃতীয় সিনেমার কাজ। জীম শেরিডেন পরিচালিত এই সিনেমার মূল কাহীনি একজন বক্সিং খেলোয়াড়কে ঘিরে যে আই.আর.এর একজন সদস্য সদ্য জেলখানা থেকে বের হয় আবার বক্সিং খেলা শুরু করে। স্বাধীনতার জন্য সংগ্রাম করা আই.আর.এর সদস্য ড্যানি ফ্লিন(ড্যানিয়েল ডে লুইস) ১৪ বছর পর জেল থেকে ফিরে শান্তিতে জীবন যাপন করতে চায় আর শুধু বক্সিং খেলায় মনোনিবেশ করতে চায়। ড্যানি ফ্লিন এর এমন আচরনে আই।আর।এর সদস্যরা মনোক্ষুন্য হয় এবং ড্যানির পিছন লেগে থাকে তারা।
ছবির পরিচালক বেশ সুন্দর করে পুরো সিনেমাটাকে ফুটিয়ে তুলেছেন। আর ড্যানিয়েল ডে লুইসের দূর্দান্ত অভিনয়ের কথাটাতো বাদই দিলাম। দেখার মতো অভিনয় যেটা দর্শকদের জন্য হবে বেশ উপভোগ্য। এই সিনেমায় অন্য চরিত্রে ছিলেন এ্যামিলি ওয়াটসন।
আমি এই সিনেমাকে নম্বর দিবো: ৮.৭/১০ এর ভেতর।
©somewhere in net ltd.