নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
আশা করছি আর্জেন্টিনা আজকে বেশ সহজেই বেলজিয়ামের কাছ থেকে পরিত্রাণ পাবে। কথাটি এই কারণে বললাম, আর্জেন্টিনা এতোমধ্যে অবশ্যই উপলব্ধি করতে পেরেছে যে তাদের মেসি নির্ভর হলে চলবেনা। হিগুইন, ডি মারিয়া, মাসচেরানহোদের এগিয়ে আসতে হবে একত্রে। আমার বিশ্বাস এরা প্রত্যেকে যদি নিজ নিজ উদ্যোগে এগিয়ে এসে মেসিকে সাহায্য করে তাহলে মনে হয়না কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে। বেলজিয়ামের কাছ থেকে বিরাট কিছু আশা করছিনা। তবে এও ঠিক ফুটবলে সঠিক কিছু ধরে নেওয়াটা ঠিক। দেখা গেলো আর্জেন্টিনা ২০বার আক্রমণ করলো আর বেলজিয়াম দুইবার আক্রমণ করেই ১টা গোল পেয়ে গেলো। সেটা অবশ্য ভাগ্য! আশাকরি তেমন সাধারণভাবে মেসির দল খেলবেনা। বেলজিয়াম দলে চমৎকার কয়েকজন খেলোয়াড় আছে যারা বিশ্বের সব নামিদামি দলে খেলে তারা সবাই মিলেও যদি ভালো খেলে তারপরেও আমি মনে করিনা আর্জেন্টিনাকে হারাতে তারা সক্ষম হবে।
২| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: আমার প্রেডিকশন ২-১ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২
বাংলার দামাল সন্তান বলেছেন: অগ্রিম কিছু বলা ঠিক না সময় বলে দিবে।