নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

ব্রা-জিলের জন্য একটি পথের কাটা দূর হবে আজ রাতে

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আজ রাতে দুইটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। একটি ফ্রান্স--জার্মানী ও আরেকটি ব্রাজিল--কলোম্বিয়া। ব্রাজিল--কলোম্বিয়া ম্যাচ নিয়ে খুব একটা বলার কিছু নেই কারণ এটা সহজেই অনুমেয় যে ব্রাজিলকে যেভাবেই হোউক সেমি-ফাইনালে উত্তির্ণ করানো হবে। তবে ফ্রান্স--জার্মানীর খেলা নিঃসন্দেহে দেখার মতো হবে। আশাকরি প্রত্যেকেই বেশ উপভোগ করবে এই খেলাটি। আবার অনেক ক্ষেত্রে ঠিক এর উল্টোটাও হয়। দুই শক্তিশালী দেশের ভিতর খেলা মাঝেমধ্যে খুব বিরক্তিকর হয়। আশাকরি এমন কিছু হবেনা। এতটুকুই খারাপ লাগছে ভেবে যে এবারের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হবে যেকোন একটি দলকে। এবারের বিশ্বকাপে ফ্রান্স এবং জার্মানী দুই দলই বেশ ভাল খেলা উপহার দিয়েছে। ফ্রান্সের কাছ থেকে এত ভাল খেলাটা আশা করিনি। তারা গ্রুপ পর্বে যে দূর্দান্ত খেলা খেলেছে তা তে সত্যিই অবাকই হয়েছি। আর জার্মানীর কথাতো বাদই দিলাম। তারা যেমন আক্রমণাত্মক ফুটবল খেলে ঠিক সেরকই খেলা খেলেছে। ফ্রান্স ও জার্মানী, দুই দলই ফাইনালে খেলার যোগ্যতা রাখে কিন্তু ব্রাজিল বিশ্বকাপের পরিকল্পিত সিস্টেমের কারণে, যা তে দু'দলের যেকোন একটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হয়ে পথের কাটা দূর হয়, একটি দলকে আজকেই বিদায় নিতে হবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৯

ইমাম হাসান রনি বলেছেন: এটা সহজেই অনুমেয় যে ব্রাজিলকে যেভাবেই হোউক সেমি-ফাইনালে উত্তির্ণ করানো হবে


এই কথার মানে কি ? এই এককটা লাইন আপপনার পোষ্টককে....

২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:৪৬

মহিদুল বেস্ট বলেছেন: Group ভাগ করার সময় আপনার কিংবা আমাদের থাকা লাগত

৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:০৭

চড়ুই বলেছেন: " এটা সহজেই অনুমেয় যে ব্রাজিলকে যেভাবেই হোউক সেমি-ফাইনালে উত্তির্ণ করানো হবে"


মানে??????? ব্রাজিলকে উত্তির্ণ করানো হবে কথাটা ঠিক না তারা নিজ যোগ্যতাই উত্তির্ণ হবে। ধন্যবাদ। :)

৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:১৮

রাজিব বলেছেন: ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হলে দারুন হবে।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল যোগ্যতর দল হিসেবে জিতবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.